গণমাধ্যমের বিরুদ্ধে টিভি নায়িকা তানজিন তিশার অপেশাদার বক্তব্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে রাজপথে সমবেত হয়েছেন সাংবাদিকরা।
আজ মঙ্গলবার রাজধানীর কাওরান বাজার সার্ক ফোয়ারার সামনে তিশার ‘অপেশাদার ও ঔদ্ধত্যপূর্ণ’ আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জড়ো হন টেলিভিশন, পত্রিকা, অনলাইন পোর্টাল ও রেডিওতে নিয়োজিত বিনোদন বিভাগের সংবাদকর্মীরা।
এসময় ক্ষমা চাওয়ার জন্য তানজিন তিশাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা। অন্যথায় তার সব ধরনের খবর প্রচারে বিরত থাকবেন বলেও স্পষ্টভাবে জানিয়েছেন সাংদিকরা।
ছোটপর্দার এই অভিনেত্রীর অভিনয় ক্যারিয়ারের এখনো এক যুগ পূর্ণ হয়নি। এর মধ্যেই নানা কারণে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। বিশেষ করে প্রেম সংক্রান্ত খবর একাধিকবার বিতর্কের মুখে ফেলেছে তাকে। চলতি সপ্তাহে ছোটপর্দার অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্ক ও সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় তিনি।