যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ওভাল অফিস থেকে দেয়া এক ভাষণে চলতি বছরের নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থনের কারণ ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, গণতন্ত্র রক্ষা করা যেকোনো পদের চেয়ে গুরুত্বপূর্ণ। সামনে অগ্রসর হওয়ার সবচেয়ে ভালো পথ পরবর্তী প্রজন্মের হাতে দায়িত্ব দেয়া। জাতিকে ঐক্যবদ্ধ করার এটাই সবচেয়ে ভালো পথ।
৮১ বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, গণতন্ত্র রক্ষার পথে কোনো কিছুই বাধা হতে পারে না। এমনকি ব্যক্তিগত অভিলাষও নয়। আমি প্রেসিডেন্টের দায়িত্বকে সম্মান করি। কিন্তু দেশকে তার চেয়ে বেশি ভালোবাসি।
আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থিতা প্রত্যাহার করে বাইডেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর এটাই তার প্রথম প্রকাশ্য ভাষণ। ফলে এই প্রথম তিনি নিজের মুখে প্রার্থিতা প্রত্যাহারের কারণ বর্ণনা করলেন।
ট্রাম্প এতদিন বলে এসেছেন, ট্রাম্পকে তিনি গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি বলে মনে করেন। তিনি বিশ্বাস করেন, ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জন্য তিনিই সবচেয়ে ভালো প্রার্থী। তবে গত ২৭ জুন ট্রাম্পের সঙ্গে টেলিভিশন বিতর্কে দুর্বল পারফরমেন্সের পর থেকে সরে দাঁড়ানোর জন্য ডেমোক্র্যাটরা তাকে চাপ দিতে শুরু করে। তখনও তিনি বলেছেন, একমাত্র ঈশ্বরই পারে তাকে নির্বাচন থেকে সরিয়ে দিতে।
কিন্তু সম্প্রতি ডেমোক্র্যাটদের করা এক জনমত জরিপে দেখা যায়, বাইডেন নভেম্বরে রিপাবলিকান দলের ট্রাম্পের কাছে পরাজিত হতে পারেন এবং তার সাথে অন্যান্য নির্বাচনে ডেমোক্র্যাটদের সম্ভাবনাও নস্যাৎ হতে পারে। জরিপের পরিসংখ্যান নিয়ে অনেক চিন্তাভাবনার পরই বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
তিনি বলেছেন, আগামী ছয় মাস আমি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে মনোযোগ দেব। তার মানে হলো, আমি দ্রব্যমূল্য কমাতে থাকব এবং আমাদের অর্থনীতি বাড়াতে থাকব। আমি ব্যক্তি স্বাধীনতা এবং আমাদের নাগরিক অধিকার রক্ষা করে যাব।
তবে রিপাবলিকানরা বলছেন, বাইডেন যদি পুনঃনির্বাচনের জন্য যোগ্য না হন, তাহলে তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্যও যোগ্য নন। তার প্রেসিডেন্টের পদ থেকে এখনই সরে দাঁড়ানো উচিত।