এক পর্দায় বেশ কয়েকবার একসাথে দেখা গেছে অভিনেত্রী তানিয়া বৃষ্টি ও অভিনেতা আরশ খানকে। এতে দর্শক ও তাদের ভক্ত অনুরাগীদের মনে প্রশ্ন ওঠে তাদের রসায়ন নিয়ে। সামাজিক মাধ্যমে গুঞ্জন ওঠে আরশের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তানিয়া। শুধু তাই নয়, তারা নাকি বিয়েও বসেছেন বলে গুঞ্জন চাউর হয়। যদিও এ নিয়ে আগে কখনও মুখ খোলেননি দুজনের কেউই। তবে তানিয়ার দাবি, আরশের সঙ্গে তার ছিল শুধুই বন্ধুত্বের সম্পর্ক।
সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেম-বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খোলেন তানিয়া বৃষ্টি। অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয় তার সহশিল্পী আরশ খানের সঙ্গে সম্পর্ক নিয়ে। কারণ, সামাজিক মাধ্যমে তানিয়া ও আরশকে নিয়ে বেশ আলোচনা শুরু করেছিল নেটিজেনরা। সেখানে চাউর হয় তাদের প্রেম ও বিয়ের গুঞ্জন। কিন্তু তিনি যে আরশ খানকে নিয়ে গুঞ্জনের শিকার, তা বোধহয় জানতেন না অভিনেত্রী; আরশ খানের প্রসঙ্গ ওঠায় যেন একরকম অপ্রস্তুত হয়ে পড়েন তিনি। তাই তো সাক্ষাৎকারে পালটা প্রশ্ন ছোঁড়েন তানিয়া। জিজ্ঞাসা করেন, ‘আসলে কার সঙ্গে সম্পর্ক রয়েছে, আপনি নাম বলতে পারেন?’
যখন আরশের প্রসঙ্গ তানিয়াকে স্পষ্ট করা হয়, তখন মুখ খোলেন অভিনেত্রী। তার কথা ছিল এমন, ‘আমাদের মধ্যে প্রেম বা সম্পর্ক-এমন কিছু না। আমরা যেহেতু শুরুতে একসঙ্গে অনেক নাটকে কাজ করেছি, সে থেকেই হয়ত অনেকে অনেক কিছু বলেন। একসঙ্গে অভিনয় করায় অনেক সময় ফেসবুকে পোস্ট করেছি বা লিখেছি; সম্পর্ক বা তেমন কিছু না।’