বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে রয়েছেন শুভমান গিল। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে তাকে দলে না রাখার সম্ভাবনাই বেশি। পিটিআই-র।
জানা গেছে, খেলোয়াড়দের ওপর খেলার চাপ ব্যবস্থাপনা নীতির অংশ হিসেবে শুভমানকে টি-টোয়েন্টি দলে না রাখার কথা ভাবছে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের বাকি ১০টি ম্যাচে তাকে সুস্থ পেতেই বিশ্রাম দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছে পিটিআই।
অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট খেলবে ভারত। সে সিরিজকে সামনে রেখেই শুভমানকে বিশ্রাম দেওয়ার কথা ভাবা হচ্ছে। তার সঙ্গে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় বিশ্রাম পেতে পারেন।
শুভমানকে বিশ্রাম দেওয়ার বিষয়ে পিটিআইকে বিসিসিআই-র একটি সূত্র জানিয়েছে, ‘বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজে শুভমান গিলকে বিশ্রাম দেওয়া হবে। যদি ম্যাচের তালিকা দেখেন, তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলা হবে ৭, ১০ এবং ১৩ অক্টোবর। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে ১৬ অক্টোবর থেকে। মাত্র তিন দিনের ব্যবধানে শুবমানকে বিশ্রাম দেওয়া জরুরি।’
বর্তমানে ভারতের টি-টোয়েন্টি দলে সূর্যকুমার যাদবের ডেপুটি শুবমান। এখন পর্যন্ত খেলেছেন ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি। তাতেই তার নামের পাশে রয়েছে একটি সেঞ্চুরি এবং তিনটি হাফ সেঞ্চুরি। এই রান প্রায় ১৪০ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। তাই দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। ঠাঁসা সূচির কারণেই এমন সিদ্ধান্ত।