রাজবাড়ীতে চলতি মাসে পরপর ৫টি হত্যাকাণ্ডের বর্ণনা ও অগ্রগতি নিয়ে সাংবাদিক সম্মেলন করেছে রাজবাড়ী জেলা পুলিশ।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১৫ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ১০ দিনে ৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় রাজবাড়ীর পুলিশ সুপার মোছাম্মৎ শামিমা পারভীন বলেন, সবশেষ গত ২৪ সেপ্টেম্বর সকালে রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া এলাকায় মালটা বাগানে বিদ্যুতের তারে জড়িয়ে এক শিশুর মৃত্যু ঘটে।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর রাতে পাংশায় নিজ স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর মুখে বিষ ঢেলে দেয় তার স্বামী। অপরদিকে গত ২১ সেপ্টেম্বর কালুখালী থানায় এক চোরকে পিটিয়ে হত্যা করে জনতা। আর ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় দুর্বৃত্তরা চরমপন্থী নেতা শুসীলকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে আর ২৩ সেপ্টেম্বর নেশার টাকার জন্য নিজের স্ত্রীকে হত্যা করে তার স্বামী।
পুলিশ সুপার জানান, পৃথক এই ৫টি হত্যাকাণ্ডে ৫টি মামলা দায়ের হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে চিরুনি অভিযান চলছে বলেও জানান পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. ইফতেখায়রুজ্জামানসহ বিভিন্ন ইলেট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।