বগুড়ায় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশের সদস্যরা রোববার দুপুরে বিভিন্ন স্থানে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করেন।
ডিবির ওসি মুস্তাফিজ হাসান এ তথ্য দিয়েছেন।
গ্রেফতার নেতারা হলেন- বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গোকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজ, বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মোস্তাকিম হোসেন এবং যুবলীগ নেতা নাদিমের ছোট ভাই নাসির হোসেন।
ডিবি পুলিশের সূত্র জানায়, রোববার দুপুরে গোপনে খবর পেয়ে শহরের ফুলতলা এলাকায় পেপসি কোম্পানির সামনে থেকে মোস্তাকিম হোসেন ও নাসিরকে গ্রেফতার করা হয়। একই সময় অপর অভিযানে শহরের জেলা পরিষদের সামনে থেকে আওয়ামী লীগ নেতা সওকাদুল ইসলাম সরকার সবুজকে গ্রেফতার করা হয়েছে।
সবুজ ও মোস্তাকিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নাসির হত্যা মামলায় তদন্তে পাওয়া আসামি। পরে আদালতের মাধ্যমে তিনজনকে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।