আওয়ামী লীগ সরকারের ‘দোসর’ হিসেবে কাজ করার অভিযোগ ওঠা বেশ কয়েকজন বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদেরকে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের একাধিক বিচারপতি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তবে প্রধান বিচারপতির দপ্তর থেকে এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য এখনো জানানো হয়নি। এদিকে আইনজীবীদের একাধিক সূত্র জানিয়েছে, ছুটিতে পাঠানোর সম্ভাব্য ১২ বিচারপতির মধ্যে ৪ জন বিচারপতি বুধবার সকালে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন। তারা হলেন- বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি মো. আক্তারুজ্জামান, বিচারপতি শাহেদ মো. নুরউদ্দিন, বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন ও বিচারপতি মো. আমিনুল ইসলাম।
এর আগে ‘দুর্নীতি ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর’ হিসেবে কাজ করার অভিযোগ ওঠা হাইকোর্টের ১২ জন বিচারপতিকে চায়ের দাওয়াত দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ উপলক্ষ্যে প্রধান বিচারপতির আজকের দিনের পূর্বনির্ধারিত কর্মসূচিতে পরিবর্তন আনা হয়।