কেরাণীগঞ্জের তেঘরিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজের দায়িত্ব সেনাবাহিনীর হাতে দেওয়াসহ তিন দাবিতে আন্দোলনে থাকা শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে করে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয় এবং এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। সেখানে অবস্থান করে দাবিদাওয়া তুলে ধরার পর দুপুর ১টার পর তালা খুলে নেয় তারা।
এ সময় আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া জগন্নাথের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজের প্রকল্প পরিচালক সৈয়দ আলী আহমেদকে পদত্যাগ করতে ২৪ ঘণ্টা আল্টিমেটাম দেন আন্দোলনকারীরা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে এই আন্দোলনের সংগঠক বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিব বলেন, প্রয়োজনে শিক্ষার্থীরা ‘আমরণ অনশনে বসবে’।
বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীদের কেউ কেউ।
প্রশানসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ‘দ্বিতীয় ক্যাম্পাসের আবাসন, কবে দিবে প্রশাসন?’, ‘মূলা না ক্যাম্পাস? ক্যাম্পাস, ক্যাম্পাস’, ‘সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার’, ‘যত পারো রক্ত নাও, সেনাবাহিনীর হাতে ক্যাম্পাস দাও’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে; রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘জমি নিতেই ৬ বছর, হল হতে কয় বছর?’, ‘টেন্ডারবাজ প্রশাসন চলবে না, চলবে না’, ‘মুলা ঝুলানো প্রশাসন, চলবে না, চলবে না’ ইত্যাদি স্লোগন দেন এবং তিন দফা দাবিও তুলে ধরেন।
শিক্ষার্থীরা পিছু হটবে না’ মন্তব্য করে আন্দোলনের মুখপাত্র পদার্থবিজ্ঞান বিভাগের দ্বাদশ আবর্তনের শিক্ষার্থী তৈসিব মাহমুদ সোহান বলেন, ”আমাদের দাবি আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। উপচার্য স্যার দাবির সাথে একাত্মতা প্রকাশ করে, নিয়ম-কানুনের অজুহাত দিয়ে আবারও যে আমাদের মুলা ঝুলাবেন এটা পরিষ্কার।