৭১টি টেস্ট, ২৪৭টি ওয়ানডে, ১২৯টি টি–টোয়েন্টি। সঙ্গে যোগ করে নিন দুনিয়ার সব বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা অসংখ্য ম্যাচ। কোথাও কেউ কোনো দিন সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে কিঞ্চিৎ পরিমাণ সন্দেহও প্রকাশ করেনি।
অথচ সারের হয়ে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানের এক ম্যাচে তাঁর অ্যাকশন নাকি সন্দেহজনক মনে হয়েছে আম্পায়ারদের! কেন ঘটল এই ঘটনা? কেন আম্পায়ারদের মনে হলো সাকিবের অ্যাকশনে গড়বড় হচ্ছে? কেন সন্দেহের আতশি কাঁচের তলায় পড়ল তাঁর বোলিং!
এ নিয়ে কথা বলেছে সাকিবের দুই ক্রিকেটগুরু ও কোচ নাজমূল আবেদীন এবং মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে। তাঁদের দুজনের কারও অভিজ্ঞতাতেই নেই, সাকিব কোনোকালে বোলিং অ্যাকশন নিয়ে সমস্যায় ভুগেছেন। শুধু তাই নয়, এবার ইংল্যান্ডে যে সমস্যায় পড়েছেন, সেটাকেও গুরুতর কিছু বলে মনে হচ্ছে না নাজমূল ও সালাউদ্দিনের। সালাউদ্দিন তো এ নিয়ে সাকিবের সঙ্গে কথাও বলেছেন।
বর্তমানে বিসিবির পরিচালক নাজমূল বিকেএসপির কোচ হিসেবে অনূর্ধ্ব–১৬ পর্যায় থেকেই সাকিবকে খুব কাছ থেকে দেখে আসছেন। বিভিন্ন সময় সাকিবের অনেক ক্রিকেটীয় সমস্যার সমাধানও বাতলে দিয়েছেন তিনি। সেই নাজমূল অনেক ভেবেও মনে করতে পারলেন না কখনো নিজের বোলিং অ্যাকশন নিয়ে সাকিব কোনো সমস্যায় পড়েছিলেন কি না।