গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় ভোট গণনা চলছে। দোদুল্যমান এই অঙ্গরাজ্যে ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ১৯টি। কমলা হ্যারিস ও ট্রাম্পের ভাগ্য নির্ধারণে এই অঙ্গরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিবিসির খবরে বলা হয়েছে, পেনসিলভানিয়াতে ৭২ শতাংশ ভোট গণনা হয়ে গেছে, এবং তাতে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন।
ফলে সমর্থকেরা স্বাভাবিকভাবেই উল্লসিত। যদিও ট্রাম্প এই অঙ্গরাজ্যে ভোটে অনিয়মের অভিযোগ তুলেছেন।
পেনসিলভানিয়ার এলেনটাউনের এক রিপাবলিকান পার্টির ওয়াচ পার্টি থেকে বিবিসি সংবাদদাতা জানিয়েছেন, সেখানে উপস্থিত সমর্থকেরা আত্মবিশ্বাসী, কারণ ফলাফল ডোনাল্ড ট্রাম্পের পক্ষে যাচ্ছে।
উল্লসিত সমর্থকেরা হাসি মুখে জিন, টনিক ও বিয়ার খাচ্ছেন। তাদের মাঝে একজন হলেন চ্যাড হর্টন।
তিনি পেনসিলভানিয়ায় রিপাবলিকান প্রার্থীর পক্ষে একজন সক্রিয় প্রচারক ও লেহাই কাউন্টির একজন বাসিন্দা।
তিনি বলেন, আপনি স্থানীয়ভাবে রেড ওয়েভ দেখছেন এবং আমি আশা করি জাতীয়ভাবেও দেখবেন।
তিনি যুক্তি দিয়ে বলেন, আমি খুব আত্মবিশ্বাসী। কারণ গত চার বছরে অর্থনীতি খুব খারাপ অবস্থায় ছিল।
তিনি আশা করছেন যে, আগামী কয়েক ঘণ্টা পেনসিলভানিয়া ও অন্যান্য ব্যাটলগ্রাউন্ড রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলতে পারে।
তবে তিনি দাবি করেছেন, “সবমিলিয়ে আমরা ভালো করছি।”