বলিউডের গ্ল্যামার গার্ল ক্যাটরিনা কাইফ সম্প্রতি রেঞ্জ রোভারের একটি স্পোর্ট ইউলিটি ভেইকেল (এসইউভি) কিনেছেন। শুধু এই গাড়িই নয়। গ্ল্যামার কুইনের গ্যারেজে শোভা পাচ্ছে অসংখ্য বিলাস বহুল গাড়ি।
বলিউড তারকা মাত্রেই গাড়ির প্রতি অগাদ ভালোবাসা থাকবে, সেটাই স্বাভাবিক। এক্ষেত্রে ক্যাটরিনা প্রথম সারিতে রয়েছেন। অভিনেত্রীর গাড়ির সংগ্রহ দেখলে তাজ্জব হতে হয়। তবে চার চাকার প্রতি তীব্র ভালোবাসা থেকে ফের একটি ঝাঁ চকচকে মডেল কিনে বসলেন ক্যাট। বলি সুন্দরীর সংগ্রহের গাড়ি তালিকায় যোগ হল আরও এক রেঞ্জ রোভার এসইউভি।
এবারে ক্যাটরিনা রেঞ্জ রোভার এলডব্লিউবি অটোবায়োগ্রাফি এডিশন মডেলটি কিনেছেন। এই গাড়ি বলি তারকাদের মধ্যে অতি জনপ্রিয়। ভারতে এই গাড়ির দাম প্রায় ৩ কোটি রুপি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া একটি ভিডিওতে মুম্বাই এয়ারপোর্টে তাকে এই গাড়ি থেকে নামতে দেখা গেছে।
উল্লেখ্য, এটি ক্যাটের দ্বিতীয় রেঞ্জ রোভার। আবার তার অভিনেতা স্বামী ভিকি কৌশল এই একই গাড়ি ব্যবহার করেন। সেদিক থেকে দেখলে এটি তাদের পরিবারের তৃতীয় রেঞ্জ রোভার গাড়ি।
দুধ সাদা রঙের এই গাড়ির নম্বর ৮৮২২। মজার বিষয়, তার আগের রেঞ্জ রোভারেও এই একই রেজিস্ট্রেশন নম্বর বর্তমান। চার বছর আগের কেনা তার গাড়িটির দাম পড়েছিল ২.৩০ কোটি রুপি। জানিয়ে রাখি, ক্যাট ছাড়াও এই এসইউভি ব্যবহার করেন এমন তারকাদের মধ্যে রয়েছেন – জাহ্নবী কাপুর এবং অনন্যা পান্ডে।
কী রয়েছে এই গাড়িতে?
ল্যান্ড রোভার তাদের প্রিমিয়াম এসইউভি রেঞ্জ রোভারকে এমনভাবে তৈরি করেছে, যা শক্তিশালী পারফরম্যান্স এবং বিলাসবহুল অভিজ্ঞতার এক অনন্য সংমিশ্রণ। বিশেষ করে রেঞ্জ রোভার এলডব্লিউ অটোবায়োগ্রাফি এডিশন একটি অত্যাধুনিক মডেল। যা উন্নত প্রযুক্তি ও শক্তিশালী ইঞ্জিনের জন্য সবার নজর কেড়েছে।
এই এডিশনে রয়েছে একটি ৩.৯ লিটার ছয় সিলিন্ডার ইঞ্জেনিয়াম পেট্রোল ইঞ্জিন, যা একটি স্বয়ংক্রিয় ট্রান্সমিশন ইউনিটের সঙ্গে যুক্ত। এই ইঞ্জিনটি ৩৮৮ বিএইচপি শক্তি এবং ৫৫০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। গাড়িটি ঘণ্টা ২৪২ কিলোমিটার সর্বোচ্চ গতিতে পৌঁছাতে পারে এবং মাত্র ছয় সেকেন্ডের কম সময়ে ০ থেকে ১০০ কিমি/ঘণ্টা গতি অর্জন করে।
এই মডেলের পাশাপাশি রেঞ্জ রোভার আরও দুটি পাওয়ারট্রেন অপশন অফার করে। একটি হল ৩.০ লিটার টার্বোচার্জড ছয়-সিলিন্ডার ডিজেল ইঞ্জিন, যা ৩৪৬ বিএইচপি শক্তি এবং ৭০০ এনএম টর্ক উৎপন্ন করে। শীর্ষ মডেল রেঞ্জ রোভার এসভি একটি ৪.৪ লিটার ভি৮ টুইন টার্বো পেট্রোল ইঞ্জিনের সঙ্গে আসে, যা ৫২৩ বিএইচপি শক্তি এবং ৭৫০ এনএম টর্ক সরবরাহ করতে সক্ষম।
রেঞ্জ রোভার এসইউভির ফিচার তালিকাও বেশ সমৃদ্ধ। এতে রয়েছে ১৩.১ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, যা অ্যানড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে-এর সঙ্গে তার ছাড়াই কাজ করে। এর ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, পেছনের যাত্রীদের জন্য দুইটি ১৩.১ ইঞ্চি ইনফোটেইনমেন্ট স্ক্রিন এবং ২৪ ওয়ে এক্সিকিউটিভ রিয়ার সিটস হিটিং ও কুলিং ফাংশনালিটির সঙ্গে রয়েছে। মেরিডিয়ানের থ্রিডি সারাউন্ড সিস্টেম, মাল্টি-জোন স্বয়ংক্রিয় ক্লাইমেট কন্ট্রোল এবং একটি প্যানোরামিক সানরুফ গাড়িটির বিলাসিতাকে আরও বাড়িয়ে তোলে।
রেঞ্জ রোভার এসইউভি তার অত্যাধুনিক ইঞ্জিন প্রযুক্তি, অসাধারণ পারফরম্যান্স এবং আরামদায়ক অভিজ্ঞতার জন্য সবার কাছে জনপ্রিয়। যারা শক্তিশালী এবং বিলাসবহুল গাড়ির সন্ধানে রয়েছেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি চমৎকার পছন্দ।