ঢালিউড তারকা পরীমনি ও শরিফুল রাজের সংসার ভাঙনের পর ছেলে শাহীম মুহাম্মদ পুণ্যকে নিয়ে বাবা-সন্তানের আনন্দঘন মুহূর্তের একটি ভিডিও প্রকাশ্যে আসায় নতুন গুঞ্জন তৈরি হয়েছে।
২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। এক বছর পর, ২০২২ সালের ১০ আগস্ট তাদের ঘর আলোকিত করে আসে একমাত্র সন্তান পুণ্য। তবে এর মধ্যেই সম্পর্কের অবনতি ঘটে, এবং ২০২২ সালের শেষ দিকে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। বিচ্ছেদের পর সন্তান পুণ্যকে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নেন পরীমনি।
পরী বিভিন্ন সাক্ষাৎকারে সাবেক স্বামীর প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, বাবা হিসেবে সন্তানের প্রতি রাজের কোনো দায়িত্ববোধ নেই। এমনকি বিশেষ দিনগুলোতেও সন্তানকে সময় দেননি তিনি।
কিন্তু রাজ তার ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে পুণ্যকে গাড়ির স্টিয়ারিংয়ে বসিয়ে খুনসুটিতে মেতে উঠতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে রাজ লেখেন, “আমার ছেলের প্রতি আমি কীভাবে ভালোবাসা প্রকাশ করতে পারি! পৃথিবীর কাছে আপনি একজন মানুষ হতে পারেন, কিন্তু একজনের কাছে আপনি হয়তো পৃথিবী। তোমাকে ভালোবাসি আমার চ্যাম্প।”
ভিডিওটি দেখে নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে—তাহলে কি রাজ-পরীর সম্পর্ক নতুন মোড় নিচ্ছে? সন্তান পুণ্য কি বরফ গলানোর মাধ্যম হয়ে উঠছে?
উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে বিবাহ বিচ্ছেদের এক বছর পূর্তি উদযাপন করেছিলেন পরী। তখনও রাজের প্রতি তিক্ত মনোভাব প্রকাশ করেন তিনি। তাই সাম্প্রতিক এই ভিডিও দেখে অনেকেই ভাবছেন, সম্পর্ক কি আবার স্বাভাবিক হওয়ার পথে?
রাজ বা পরীমনি থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।