বলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত সন্দেহে মহারাষ্ট্রের কাসারভাদাভালির হিরানন্দানি এস্টেট এলাকা থেকে মোহাম্মদ শরিফুল ইসলাম শাহজাদ নামে একজনকে আটক করেছে মুম্বাই পুলিশ। রোববার সকালে তাকে আটক করা হয়। শাহজাদ বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে।
মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দিক্ষিত গেদাম জানিয়েছেন, চুরির উদ্দেশ্যে সাইফের বাড়িতে প্রবেশ করেছিলেন শাহজাদ। তার কাছে ভারতের কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি। পুলিশ বলছে, তিনি চার মাস ধরে বিজয় দাস নামে পরিচয় দিয়ে মুম্বাইয়ে বাস করছিলেন এবং একটি হাউজিং কোম্পানিতে চাকরি করতেন।
এর আগে সিসিটিভি ফুটেজ থেকে আকাশ কৈলাস ক্যানোজিয়া নামে ৩১ বছর বয়সী আরেক ব্যক্তিকে আটক করা হয়। তিনি টিকিটবিহীন অবস্থায় মুম্বাই-হাওরা জননেশ্বরী এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করছিলেন। ছত্রিশগড়ের দুর্গ রেল স্টেশনে তাকে আটক করে পুলিশ।
সাইফ আলী খানকে গত বুধবার রাত আড়াইটার দিকে তার বাড়িতে ছুরিকাঘাত করা হয়। ছুরি ভেঙে তার শরীরে আটকে যায়, যা পাঁচ ঘণ্টার অস্ত্রোপচারে বের করা হয়। বর্তমানে তিনি লীলাবতী হাসপাতালের বিশেষ কেবিনে চিকিৎসাধীন।
চিকিৎসক নীতিন নারায়ণ জানিয়েছেন, সাইফের মেরুদণ্ডে সামান্য ক্ষত হলেও তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। অস্ত্রোপচারের পর সাইফকে হাঁটানো হয়েছে এবং তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন। তবে পরবর্তী এক সপ্তাহ তার চলাচলে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।
পুলিশ এই ঘটনায় আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।