দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা এবার মারাঠি রানি যশুবাইয়ের চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন। শিবাজি মহারাজের জীবনকাহিনি অবলম্বনে নির্মিত ‘ছাভা’ ছবিতে তাঁর ফার্স্টলুক প্রকাশ্যে এসেছে মঙ্গলবার (২১ জানুয়ারি)। ঐতিহ্যবাহী মারাঠি শাড়ি, ঘোমটা, লাল টিপ আর নথে রাশমিকা ছবির পোস্টারে ভক্তদের মুগ্ধ করেছেন।
ছবিতে শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করেছেন বলিউড তারকা ভিকি কৌশল। এটি তাঁর প্রথম ঐতিহাসিক চরিত্র। পরিচালক লক্ষ্মণ উটেকরের পরিচালনায় নির্মিত এই ছবিতে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা ও ভিকি। শিবাজি সাওয়ান্তের বিখ্যাত উপন্যাস ‘ছাভা’র কাহিনি অবলম্বনে নির্মিত এই ছবি মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি।
ম্যাডক ফিল্মসের শেয়ার করা পোস্টারে রাশমিকার একাধিক ভঙ্গিমা দর্শকদের নজর কেড়েছে। কোথাও হাস্যোজ্জ্বল, আবার কোথাও গম্ভীর আগুনে দৃষ্টি—সব মিলিয়ে চরিত্রটি রাশমিকার অভিনয়ে জীবন্ত হয়ে উঠেছে।
প্রযোজনা সংস্থা জানিয়েছে, ‘প্রত্যেক মহান রাজার নেপথ্যে থাকেন একজন শক্তিশালী রানি। অভিনেত্রী রাশমিকা মান্দানাকে দেখা যাবে সেই যশুবাই রূপে, যিনি স্বরাজ্যের গর্ব।’
ঐতিহাসিক প্রেক্ষাপট, শক্তিশালী অভিনয়শিল্পী এবং অনবদ্য কাহিনির সমন্বয়ে ‘ছাভা’ ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে।