রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী, সংগীত শিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে তাদের ধানমণ্ডি থেকে আটক করা হয় এবং শুক্রবার সকাল পর্যন্ত ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক শুক্রবার দুপুরে গণমাধ্যমকে জানান, “মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।”
ডিবি সূত্রে জানা যায়, প্রথমে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে অভিনেত্রী শাওনকে তার ধানমণ্ডির বাসা থেকে আটক করা হয়। এরপর মধ্যরাত সাড়ে ১২টার দিকে একই এলাকা থেকে আটক করা হয় সোহানা সাবাকে।
প্রাথমিকভাবে জানা গেছে, অভিনেত্রী শাওনের কিছু সাম্প্রতিক রাজনৈতিক মন্তব্য ও অবস্থানের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা তৈরি হয়। অন্যদিকে, আওয়ামী লীগপন্থি শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর সক্রিয় সদস্য ছিলেন সোহানা সাবা।
ডিবি কর্মকর্তারা জানান, সোহানা সাবা নজরদারিতে ছিলেন এবং তার বিরুদ্ধেও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। তদন্তের স্বার্থে তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো মামলা দায়ের করা হয়নি।
এই ঘটনায় সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শাওন ও সাবার ঘনিষ্ঠজনরা এই আটকের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন।