জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার জন্য আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, বরং নিশ্চিহ্ন করা দরকার বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসব অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, “বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করার মাধ্যমে আওয়ামী লীগকে শুধু রাজনৈতিকভাবে নয়, বরং আদর্শিকভাবেও নির্মূল করতে হবে। এ ক্ষেত্রে ট্রুথ কমিশন কিংবা বিশ্বের অন্যান্য দেশের প্রক্রিয়া অনুসরণ করা যেতে পারে।”
তিনি আরও বলেন, “স্বৈরশাসক শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যে নৃশংসতা চালিয়েছে, তার জন্য তাদের সামাজিকভাবে অগ্রহণযোগ্য করে তুলতে হবে।”