জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানের ব্যক্তিজীবন আবারও আলোচনায়। জানা গেছে, তার তৃতীয় স্ত্রী হুমায়রা তাকে ডিভোর্স দিয়েছেন। গানের পাশাপাশি বারবার বিয়ে ও বিচ্ছেদের কারণে সংবাদের শিরোনামে আসা এই শিল্পীর সংসার ভাঙার খবরে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সূত্র বলছে, হৃদয় খান ও হুমায়রার ডিভোর্স অনেক আগেই হয়েছে, তবে বিষয়টি গোপন রাখা হয়েছিল। হৃদয় খানের আচরণ ও জীবনযাপনে অতিষ্ঠ হয়ে হুমায়রা তাকে ডিভোর্স লেটার পাঠান বলে জানা গেছে। যদিও এ বিষয়ে গণমাধ্যমের কাছে বিস্তারিত কিছু বলতে চাননি হৃদয় খান।
তিনি বলেন, “বিষয়টি খুব সেনসেটিভ, এটি নিয়ে আপাতত কোনো কথা বলতে চাই না।”
হৃদয় খানের এটি ছিল তৃতীয় বিয়ে। এর আগে তিনি পূর্ণিমা আকতার নামে এক নারীকে বিয়ে করেছিলেন। এরপর ২০১৫ সালের ১ আগস্ট জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফরকে বিয়ে করে আলোচনায় আসেন তিনি। তবে সেই বিয়ে বেশি দিন টেকেনি। ২০১৬ সালের ৬ এপ্রিল তাদের বিচ্ছেদ ঘটে।
এরপর ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর পারিবারিক আয়োজনে হুমায়রাকে বিয়ে করেন হৃদয় খান। কিন্তু কয়েক বছরের সংসার শেষে সেই সম্পর্কও বিচ্ছেদের পথে গড়ায়।
হৃদয় খান ও তার পরিবার বিষয়টি গোপন রেখেছিলেন বলে জানা গেছে। তবে সম্প্রতি এই খবর প্রকাশ্যে এলে এটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
গানের জগতে সফল হলেও ব্যক্তিজীবনে হৃদয় খান বারবার সম্পর্কের টানাপোড়েনের মুখোমুখি হচ্ছেন। তবে নতুন করে আবারও বিয়ের পরিকল্পনা করছেন কি না, সে বিষয়ে এখনো কিছু জানাননি তিনি।