মেয়ে শ্বেতা নন্দাকে ৬০ কোটি রুপি মূল্যে ‘প্রতিক্ষা’ নামের বিলাসবহুল বাড়ী উপহার দিয়েছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে অমিতাভ তাদের পুরোনো পারিবারিক বাড়ি ‘প্রতিক্ষা’, মেয়ের হাতে তুলে দিয়েছেন। এর ফলে ‘প্রতিক্ষা’ হলো বর্তমানে শ্বেতা বচ্চনের মালিকানাধীন সবচেয়ে দামী সম্পত্তি।
এ বাড়িতে অমিতাভ তার বাবা-মায়ের সঙ্গে থেকেছেন, এমনকি বিয়ের পর জয়া বচ্চনকে নিয়েও থাকতেন। বাড়িটি মেয়েকে উপহার দেয়ায় অমিতাভের বর্তমান সম্পদ ৩১৬০ কোটি থেকে নেমে ৩১১০ কোটি রুপি হয়েছে।
স্ত্রী জয়ার সম্পদের মূল্য ১০৮৩ কোটি রুপি। অন্যদিকে, বচ্চন কন্যার নেট সম্পদ দাঁড়িয়েছে ১৭০ কোটি রুপির কাছাকাছি। এদিকে সম্পদের হিসাবে বর্তমানে অতিতাভের পুত্রবধু ঐশ্বরিয়া রাই ৮২৮ কোটি রুপির মালিক। তার স্বামী অভিষেক বচ্চনের মোট সম্পদের মূল্য ২৮০ কোটি রুপি।
অন্যদিকে, অমিতাভের নাতি অর্থাৎ শ্বেতার ছেলে অগস্তা নন্দার মোট সম্পদের মূল্য ২ কোটি রুপি। আর শ্বেতার মেয়ে নভেলি নন্দার মোট সম্পদের মূল্য ১৬ কোটি রুপি। তবে যৌথভাবে বচ্চন পরিবারের মোট সম্পদের পরিমাণ এখনো পাঁচ হাজার কোটি রুপির বেশি।