জনপ্রিয় সংগীতশিল্পী জানিতা আহমেদ ঝিলিক। এক যুগেরও বেশি সময় ধরে সংগীতাঙ্গনে পথচলা তার। নিয়মিত অডিও এবং সিনেমায় গান করছেন। সম্প্রতি প্রকাশ হয়েছে তার নতুন গান। এ গান, বর্তমান ব্যস্ততা এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন তিনি।
বার্তা৭ঃ সম্প্রতি আপনার নতুন একটি গান প্রকাশ হয়েছে। কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন?
ঝিলিকঃ খুবই ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি। নতুন বছরের প্রথম কাজ এটি। গানের শিরোনাম ‘ঝিলিক’। এমনিতে বছরের প্রথম কাজ নিয়ে আমি খুব এক্সাইটেড থাকি। তার ওপর প্রথমবার আমার নিজের নামে এ গানের নামকরণ হয়েছে। গীতিকার জামাল হোসেন ভাই এ গানের লিরিক্স লিখে আমাকে চমকে দিয়েছেন। আমি জানতাম না উনি আমাকে নিয়েই গান লিখেছেন। সব মিলিয়ে গানটি নিয়ে আমার উত্তেজনা দ্বিগুণ ছিল। তবে শুরুতে ভাবিনি যে সবাই গানটা এত পছন্দ করবে। কিন্তু প্রকাশের পর দর্শক-শ্রোতারা খুব প্রশংসা করেছেন। এমনকি আমার অনেক সহকর্মীও বলেছেন, গানটি ভালো হয়েছে। তারা আমাকে খুব অনুপ্রেরণা দিয়েছেন।
বার্তা৭ঃ গানে আপনাকে খানিকটা নাচতেও দেখা গেছে। তাহলে কি সামনে আরও নতুনরূপে দেখা যাবে?
ঝিলিকঃ আমি নাচতেও খুব ভালোবাসি। যারা আমাকে ছোটবেলা থেকে চেনেন বা আমার পরিবারের সদস্যরা জানেন যে, একটা নতুন গান মুক্তি পেলেই তার নাচ আমি তুলে ফেলি। কিন্তু আমার ব্যক্তিগত ক্যারিয়ারে বেশিভাগ সময় আমি রোমান্টিক গান গেয়েছি। তাই এ গানে যখন নাচ করার সুযোগ পেয়েছি, সেটা হাতছাড়া করতে চাইনি। তাই গানে খুব ছোট একটা অংশে আমার নাচ রয়েছে। আর নতুন কিছু করতে কে না চায়? আমিও আমার দর্শকদের নতুন কিছুই দিতে চেয়েছিলাম। তা ছাড়া এ গানটি এখন থেকে আমার ক্যারিয়ারে একটা বিশেষ জায়গা দখল করে থাকবে।
বার্তা৭ঃ ইদানীং প্রতিষ্ঠিত শিল্পীদের একসঙ্গে কাজ করতে দেখা যাচ্ছে। এটা ভালোবাসা থেকে নাকি দর্শক চাহিদার কথা ভেবে?
ঝিলিকঃ আমার মনে হয় ভালোবাসা থেকে। কাজের প্রতি, গানের প্রতি যে ভালোবাসা রয়েছে সেটার জন্যই প্রতিষ্ঠিত শিল্পীরা একসঙ্গে কাজ করছেন। শুধু তাই নয়, একজন ভালো শিল্পীর সঙ্গে কে কাজ করতে চাইবে না? আমিও গত বছরের শেষদিকে ইমরানের সঙ্গে একটি দ্বৈত গানের কাজ করেছি। ইমরানও হাবিব ভাইয়ের সঙ্গে কাজ করছে। এগুলো অবশ্যই ইন্ডাস্ট্রি আর সহকর্মীদের প্রতি ভালোবাসা থেকে। পাশাপাশি দর্শক চাহিদা তো রয়েছেই।
বার্তা৭ঃ বর্তমান প্রতিযোগিতার বাজারে টিকে থাকার জন্য বিশেষ কী করছেন?
ঝিলিকঃ আমি আসলে কখনো সহকর্মী বা সহশিল্পীদের মধ্যে প্রতিযোগিতা অনুভব করিনি। আমরা একটা পরিবার। এখানে যে যার মতো কাজ করছে। আমিও তাই। নিজের মতো থাকতে, কাজ করতে পছন্দ করি। তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে দর্শক চাহিদা আর প্রযুক্তিগত বিষয় মাথায় রাখি। এখন তো গান শোনার চেয়ে দেখার প্রতি সবার আগ্রহ বেশি। সেদিকে কিছুটা মনোযোগ দেই। বাকিটা আপন গতিতেই চলতে থাকি।
বার্তা৭ঃ ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন?
ঝিলিকঃ কিছুই না। আমি খুব বেশি সামনের কথা চিন্তা করি না। শুধু নিজেকে একজন ভার্সেটাইল গায়িকা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। একজন শিল্পীর সব ধরনের গান গাওয়া উচিত। আমিও সে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর মাত্র যেহেতু নতুন গান এলো, শিগ্গির নতুন কিছু নিয়ে ভাবছি না। এবার একটু সময় নেব।