রাজধানীর সাইন্সল্যাবে বাস ভাড়া অর্ধেক করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের কর্মীরা। এ সময় তাদের হামলায় বেশকিছু শিক্ষার্থী আহত হয়। আহত শিক্ষার্থীদের নিকটস্থ হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। তবে পুলিশ বলছে, এরকম কোনো ঘটনা ঘটেনি। দুটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছিল। ছাত্রলীগের কর্মীরা কোনো হামলা করেনি।
শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা সাইন্সল্যাব এলাকায় অবস্থান নেয়। বাস ভাড়া অর্ধেক করার দাবিতে সড়ক অবরোধ করে তারা। তাদের কর্মসূচি চলছিল। কয়েকটি কলেজের ছাত্র-ছাত্রী সেখানে জড়ো হয়েছিল। এরই মধ্যে কয়েকজন ছাত্রলীগ নেতা এসে তাদের বাধা দেয়। তাদেরকে সড়ক থেকে উঠে যেতে বলে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে ছাত্রলীগের ওই ৪ নেতা ঢাকা কলেজ সিটি কলেজের ছাত্রলীগের কর্মীদেরকে নিয়ে এসে লাঠিসোটা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। ছাত্রলীগের হামলায় বেশকিছু শিক্ষার্থী আহত হয়।
ওই সময় সাইন্সলাব এলাকায় এক ভয়ানক পরিস্থিতি তৈরি হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় দিগ্বিদিক ছুটতে থাকে। এভাবে কয়েক দফা ছাত্রলীগ ও আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক আল-ইমরান জানান, তিনি পুরো ঘটনাটি সময়ের আলো ফেসবুক পেজে লাইভ করছিলেন। ওই দৃশ্য দেখতে পেয়ে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী এসে তাকে বাধা দেয়। ফেসবুক লাইভটি বন্ধ করতে বলে। ইমরান তোপের মুখে পড়ে লাইভটি বন্ধ করতে বাধ্য হন। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা ইমরানকে ঘিরে ধরে। তার কাছে আরও ভিডিও আছে বলে। এ সময় আল ইমরান কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন। সর্বশেষ খবর নিয়ে জানা গেছে, সাইন্সল্যাব এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
এ ব্যাপারে নিউমার্কেট জনের পুলিশের এডিসি ফেরদৌস বলেন, ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার কোনো ঘটনা ঘটেনি। মূলত ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা হয়েছিল। এখানে ছাত্রলীগ কোনো হামলা করেনি।