সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের একটি ফোনালাপ ও একটি ভিডিও সাক্ষাৎকার। একটিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে মন্তব্য করেছেন। আর ফোনালাপে চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে অশালীন ভাষায় কথা বলেছেন।
যেগুলো মেনে নিতে পারেনি নেটিজেনদের অনেকেই। শোবিজ দুনিয়ার অনেকেই তথ্য প্রতিমন্ত্রীর এ ধরনের আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
সোমবার (৬ ডিসেম্বর) দেওয়া স্ট্যাটাসে ফারুকী লিখেছেন, ‘আগের দিন দেখলাম প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনিকে নিয়ে অশ্লীল ভাষায় প্রজাতন্ত্রের একজন চাকর কথা বললেন। তারপর দিন সেই একই লোক এক অনুষ্ঠানে গিয়ে পুলিশ ভাইদের নসিহত করলেন যাতে তারা কারো সাথে ব্যবহার খারাপ না করেন।’
তিনি আরও লেখেন, ‘তারপর দিন শুনলাম উনি রেপ করার থ্রেট দিচ্ছেন কাউকে। এখন আপনারাই বলেন, এমন দেশটি কোথায় খুঁজে পাবেন? এইসব দেখিয়া শুনিয়া একজন নাগরিক হিসেবে আমি যার পরনাই ক্ষুব্ধ। আমি বিশ্বাস করতে চাই মন্ত্রিসভার অন্য সদস্যরাও এই লোকের সাথে এক টেবিলে বসতে লজ্জাই বোধ করবেন। এই ছোট্ট জীবনে আমার সুযোগ হইছে দুয়েকজন মন্ত্রী দেখার। তাদের কারো কারো প্রশংসা করে আমি লিখছিলামও। আমি বিশ্বাস করি তারা কেউই চাইবেন না এই লোক তাদের বিজ্ঞাপন হয়ে উঠুক।’
https://www.facebook.com/Barta7Digital/videos/266450605516806
এদিকে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের দেওয়া বক্তব্য তার ব্যক্তিগত মন্তব্য বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি।