‘আমি দরিদ্র মানুষ। এখন আমার একমাত্র অবলম্বন এক টুকরো বসতভিটা। এই ভিটা বিক্রি করে চিকিৎসা করলে আমি কোথায় যাব? আমাকে বাঁচাও বাবা, আমি বাঁচতে চাই’ঢাকাটাইমসের সঙ্গে আলাপকালে কান্নাজড়িত কন্ঠে এসব কথা বলছিলেন ওয়াজ কুরুনী আকন্দ। ক্যানসার আক্রান্ত এই বৃদ্ধের বয়স ৬৫ বছর। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গৌরীপুর গ্রামের বাসিন্দা তিনি।
প্রায় দুই বছর আগে তার পেটে ব্যথা শুরু হয়। পরে তিনি হোমিওপ্যাথিক, কবিরাজিসহ স্থানীয়ভাবে চিকিৎসা নেন। কিন্তু এতে তার কোন পরিবর্তন হয়নি। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে তার পেটে খাদ্যনালীতে ক্যানসার ধরা পড়ে। তখন এলাকাবাসীর সহযোগিতায় সাময়িকভাবে একটি অপারেশন করে পেটের ডান পাশ কেটে মল-মূত্র ত্যাগের ব্যবস্থা করে দেওয়া হয়। বর্তমানে তার উন্নত চিকিৎসার প্রয়োজন।
দরিদ্র ওয়াজ কুরুনীর ছেলে মাসুদ আহমেদ জানান, আমরা খুবই গরিব মানুষ। আমার বাবা হাওর বিল থেকে মাছ ধরে বাজারে বিক্রি করে আমাদের মানুষ করছেন। আমি একটি মাদ্রাসায় পড়ছি। টাকার অভাবে আমি আমার বাবার চিকিৎসা করতে পারছি না। যদি কেউ আমাদের সাহায্য করত, আমি সারাজীবন কৃতজ্ঞ থাকতাম।
সংশ্লিষ্ট ইউপি সদস্য আব্দুল খালেক জানান, ওয়াজ কুরুনী দীর্ঘদিন যাবত ক্যানসারে ভুগছেন; কিন্তু তিনি টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না। টাকার অভাবে চিকিৎসা না করে এভাবে একটি প্রাণ ঝড়ে যাবে সত্যিই তা দুঃখজনক। যদি কোন হৃদয়বান ব্যক্তি তাকে সাহায্য করতে চান, তাহলে তার বড় ছেলের মাসুদ আহমেদের সাথে ০১৭৭০৫৬৯৫৮০ (বিকাশ) নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল।