আজ (২৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের “ঘ”ইউনিটের ভর্তি পরীক্ষায় চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত শিক্ষার্থীদের সহায়তায় দিনভর পাশে ছিল ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ সমিতির প্রায় ৫০ জন সদস্য।
সদস্যরা দুটি হেল্প বুথ বসিয়ে শিক্ষার্থীদের পরীক্ষার হল,সিট প্ল্যান দেখে দেওয়া,পরীক্ষার্থীদের ব্যাগ রাখাসহ অভিভাবকদের বসার ব্যবস্থা করেন।
সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লার নয়ন এর নেতৃত্বে একটি হেল্প বুথ পরিচালিত হয়।
অপরটির নেতৃত্বে ছিলো সমিতির সাংগঠনিক সম্পাদক নবীন হক।
এছাড়া উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য নাফিউল ইসলাম ও পারভেজুল ইসলাম।
ভর্তি পরীক্ষার এই কার্যক্রমকে শুভেচ্ছা জানিয়েছেন সমিতির প্রধান পৃষ্ঠপোষক সৈয়দ নুরুল ইসলাম (বিপিএম বার পিপিএম ,পুলিশ সুপার কুমিল্লা )
পরিশেষে সমিতির বর্তমান সভাপতি শামীম রেজা বলেন,এই রকম ভর্তি সহায়তায় পেয়ে এলাকার পরীক্ষার্থী ও অভিভাবকরা অনেক আনন্দিত।
তিনি আ আরো বলেন, ভর্তির ক্ষেত্রে আমাদের এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। কেবল ঢাবি কিংবা জবি নয়, ঢাকায় অবস্থিত অন্যান্য বিশ্ববিদ্যালয়সহ কলেজে ভর্তির ক্ষেত্রে যাবতীয় সহযোগিতায় নিয়োজিত থাকবে ছাত্রকল্যাণ সমিতি।