সাদেক হোসেন খোকার মরদেহ দেশে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এইমাত্র খোকার স্ত্রী ইসমত আরার ট্রাভেল ডক্যুমেন্ট ইস্যু করেছে নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট। একই সঙ্গে খোকার মরদেহ দেশে নিতে ফিউনারেল হোমের কাগজপত্রও সত্যায়িত করে দিয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে সাদেক হোসেন খোকার মরদেহ দেশে নেয়ার আনুষ্ঠানিকতা শেষ হলো।
নিউ ইয়র্ক সময় মঙ্গলবার রাত ১১টায় জেএফকে বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সে খোকার মরদেহ ঢাকার উদ্দেশে রওয়ানা হবে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে দেশে পৌছাবে মুক্তিযোদ্ধা, বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার নিথর দেহ।
এরআগে সোমবার বাদ এশা নিউ ইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টার মসজিদে সাদেক হোসেন খোকার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। নিউ ইয়র্ক কনস্যুলেট সূত্র জানিয়েছে, জানাজায় বাংলাদেশ সরকারের প্রতিনিধি উপস্থিত থাকবেন।
দীর্ঘ ৫ বছরের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর নিউ ইয়র্ক সময় রোববার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টা ৫০ মিনিট) ম্যানাহাটানের মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যান্সার সেন্টারে শেষ নি:শ্বাস ত্যাগ করেন মুক্তিযোদ্ধা, বিএনপি নেতা এবং অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। এসময় হাসপাতালে তাঁর শয্যাপাশে স্ত্রী ইসমত আরা, বড় মেয়ে সারিকা সাদেক, দুই ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও ইশফাক হোসেন এবং ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনেরা উপস্থিত ছিলেন।