দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সোমবার (২০ নভেম্বর) সকাল এগারোটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
জুনাইদ আহমেদ পলক সংসদীয় আসন নং ৬০ ও নাটোর ৩ আসন সিংড়া থেকে পর পর তিনবার নির্বাচিত হয়েছেন। এবারও একই সংসদীয় আসন থেকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এসময় তিনি সংবাদমাধ্যমকে বলেন, জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে গত পনেরো বছর ধরে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগ করতে চেষ্টা করেছি। আমার চলনবিলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আপ্রাণ চেষ্টা করেছি। আমি জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ। এবং সে কারণে আমি দৃঢ়ভাবে আশা করি আমার নির্বাচনী এলাকার যে ৫ লক্ষ জনগোষ্ঠী তাদের জীবনে যে পরিবর্তন আমাদের জননেত্রী শেখ হাসিনা এনে দিয়েছেন। সে উন্নয়ন, সেবা এবং সুশাসনের ওপর আস্থা রেখে আবার আমার নাটোর তিন সিংড়া আসন থেকে বিপুল ভোটে আমরা নৌকা প্রতীককে ইনশাআল্লাহ বিজয়ী করে আনব।
উল্লেখ্য, শনিবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা, যা চলবে মঙ্গলবার বিকাল চারটা পর্যন্ত।