ব্রোকারেজ হাউজ, স্বর্ণ আমদানি ও কাঁকড়া চাষের পর এবার দেশের ব্যাংকিং খাতেও বিনিয়োগ করছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের চূড়ান্ত অনুমোদন পাওয়ার অপেক্ষায় থাকা শরিয়াহভিত্তিক পিপলস ব্যাংকের দুইটি পরিচালক পদের মালিকানা পেতে যাচ্ছেন ক্রিকেটার সাকিব আল হাসান।
বুধবার (১৫ ডিসেম্বর) পিপলস ব্যাংকের প্রধান উদ্যোক্তা এমএ কাশেম জানান, সাকিবের পাশাপাশি তার মা শিরিন আক্তারকে ব্যাংকটির পরিচালক পদে নিয়োগে অনাপত্তির (এনওসি) জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠানো হয়েছে।
চলতি মাসেই বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে চূড়ান্ত লাইসেন্স পাবার আশা প্রকাশ করে কাশেম বলেন, সাকিবের মতো একজন তারকাকে উদ্যোক্তা হিসেবে পাওয়া আমাদের জন্য গৌরবের।
উদ্যোক্তা হিসেবে কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হতে হলে প্রয়োজন হয় সর্বনিম্ন ২ শতাংশ শেয়ার। পিপলস ব্যাংকের প্রতিটি পরিচালক পদের জন্য সর্বনিম্ন ১০ কোটি টাকা মূলধন জোগান দেবার কথা। তবে সাকিব ব্যাংকটির মালিকানায় আসতে ২৫ কোটি টাকারও বেশি মূলধন জোগান দিচ্ছেন বলে জানা যায়।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় বেঙ্গল কমার্শিয়াল, সিটিজেনস ও পিপলস নামে নতুন তিনটি ব্যাংকের অনুমোদন দেয়া হয়।