ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এস জে আই বি এল মুদারাবা পার্পেচুয়াল বন্ডের মুখ্য ইস্যু ম্যানেজার এবং অ্যারেঞ্জার।
গত ডিসেম্বর ২৬, ২০২১ তারিখে এসজেআইবিএল মুদারাবা পার্পেচুয়াল বন্ডের লেনদেনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ঢাকায় অবস্থিত ডিইএসই টাওয়ারে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, চিফ অপারেটিং অফিসার, ঢাকা স্টক এক্সচেঞ্জ, মোঃ আবুল বাশার, ইভিপি এবং কোম্পানি সচিব, শাহজালাল ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং তানজিম আলমগীর, ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড । এছাড়াও ডিএসই, এসজেআইবিএল, এবং ইউসিবিআইএল এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।