সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে হারিয়েছে ভারত। প্রোটিয়াদের মাটিতে সিরিজ জিততে না পারার আক্ষেপ ঘোচানোর মিশন দারুণভাবে শুরু করল সফরকারীরা। এ জয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে গেল বিরাট কোহলির দল।
জয়ের জন্য স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসে করতে হতো ৩০৫ রান। আজ বৃহস্পতিবার টেস্টের পঞ্চম ও শেষদিনে ১৯১ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। সর্বোচ্চ ৭৭ রান করেন ডিন এলগার। টেম্বা বাভুমার ব্যাট থেকে আসে ৩৫ রান। বাকিদের কেউ ম্যাচ বাঁচানোর ভূমিকায় অবতীর্ণ হতে পারেননি। ভারতের হয়ে জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামি দু’জনে তিনটি করে উইকেট নেন।
আগের দিন চার উইকেটে ৯৪ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। শেষ দিন জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ২১১ রান। আজ ২৭.১ ওভারে ৯৭ রানে বাকি ছয় উইকেট হারায় দলটি।
পঞ্চম দিনের সকালে বাভুমাকে নিয়ে লড়ে যাওয়ার চেষ্টা করেছিলেন অধিনায়ক ডিন এলগার। পঞ্চম উইকেটে গড়েছিলেন ৩৬ রানের জুটি। বুমরাহর বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন, ১৫৬ বল খেলে ১২ চারের মারে ৭৭ রানের ধৈর্যশীল ইনিংস থামে।
পরে ভারতের জয় শুধু সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। ২১ রান করা ডি কককে বোল্ড করে মোহাম্মদ সিরাজ বড় ব্যবধানে জয়ের রাস্তা পরিষ্কার করে দেন। বাকি ব্যাটাররা বেশিক্ষণ টিকতে পারেননি। লাঞ্চ বিরতির খানিক পর অলআউট স্বাগতিকরা। দুটি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ ও রবিচন্দ্রন অশ্বিন। ম্যাচ সেরা হয়েছেন লোকেশ রাহুল। ৩ জানুয়ারি জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে।