দেশের সিকিউরিটিজ আইন ভঙ্গের কারণে আমান কটন ফাইবার্সের প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র ও মনোনীত পরিচালক ব্যতীত) তিন কোটি টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বিএসইসির ৮০৭তম সভায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই জরিমানার সিদ্ধান্ত নিয়েছে।
তথ্যমতে, প্রত্যেক পরিচালককে জরিমানা ছাড়াও ৭৩ কোটি টাকা স্থায়ী আমানতের Lien বাতিল করে সাত দিনের মধ্যে কমিশনকে অবহিত করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও আজকের সভায় আমান কটনের নিরীক্ষক এটিএ খান অ্যান্ড কোং (চার্টার্ড অ্যাকাউনটেন্টস) কে সিকিউরিটিজ আইন ভঙ্গ করার জন্য ১০ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত হয়েছে।