ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরীন জামিনে মুক্তি পেয়েছেন।
বুধবার ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন(পুতুল) জামিনের মধ্যে দিয়ে মুক্তি পেয়েছেন।
গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে প্রায় ছয় মাস আগে গ্রেপ্তার হন শামীমা নাসরীন। তাঁর বিরুদ্ধে বেশকিছূ মামলা হয়। শামীমা নাসরীনের আইনজীবী বলেন, এসব মামলায় বাদীপক্ষের সঙ্গে তাঁর মক্কেল শামীমা নাসরীনআপস হয়েছে। আপসের ভিত্তিতেই আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন।