ভারতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ ও সাবেক সেনাপ্রধান বিপিন রাওয়াতসহ ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন বিপিনের স্ত্রী মধুলিকা ও শীর্ষ সামরিক কর্মকর্তারা।
বুধবার বেলা ১২টা ৪০ মিনিটে তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে রাশিয়ার তৈরি এমআই-১৭ কপ্টারটি বিধ্বস্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে।
এনডিটিভি জানায়, সুলুর এবং কোয়েম্বাটোরের মধ্যবর্তী একটি পাহাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কর্মকর্তাসহ ১৪ জনকে নিয়ে রাশিয়ান এমআই-সিরিজের হেলিকপ্টারটি সুলুর আইএএফ ঘাঁটি থেকে ওয়েলিংটনে অবস্থিত ডিফেন্স সার্ভিসেস কলেজে যাচ্ছিল।
খবরে বলা হয়, দুর্ঘটনাস্থলটি ঘন কুয়াশায় ঢাকা ছিল। ফলে পাহাড়ি এলাকায় পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরক্ষণেই কপ্টারটি মাটিতে নেমে আসে ও আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারীরা ছুটে যান।
বার্তা সংস্থা পিটিআই দুপুরে প্রাথমিকভাবে ৫ জনের মৃত্যুর তথ্য জানায়। পরে বিকালে জানানো হয় বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকা অক্ষত আছেন। গুরুতর দগ্ধ অবস্থায় তারা হাসপাতালে চিকিৎসাধীন। পরে সন্ধ্যায় এনডিটিভি জানায়, চিকিৎসাধীন বিপিন রাওয়াত, তার স্ত্রীসহ ১৩ জন মারা গেছেন। ১৪ আরোহীর মধ্যে একজন জীবিত আছেন। তার পরিচয় জানানো হয়নি।
এ্রর আগেও কপ্টার দুর্ঘটনায় পড়েছেন বিপিন। সেবার বেঁচে যান। ২০১৫ সালে নাগাল্যান্ডের ডিমাপুরে দুর্ঘটনার কবলে পড়ে সেনাবাহিনীর চিতা হেলিকপ্টার। তবে আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে যান তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত। সেই ঘটনার ৬ বছর বাদে ফের হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে প্রাণ হারালেন বর্তমান চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত।