সন্তানের বাবা হতে চলেছেন ক্রিকেটার নাসির হোসেন। তামিমা ৬ মাসের সন্তান সম্ভাবা। সোমবার (২০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটনের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে এসে এমনটাই দাবি করেছেন নাসিরের ‘স্ত্রী’ তামিমা।
বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান সাংবাদিকদের বলেন, ‘আদালতে তামিমা একটি ডকুমেন্ট দেখিয়ে দাবি করেছেন তিনি ছয় মাসের সন্তান সম্ভাবা।
তবে, সেটির কপি যেহেতু আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়নি, তাই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’ তামিমা-তাদের বিয়ের যদি বৈধতা দেয়া না হয়, তাহলে তার অনাগত সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন উঠবে,
আদালতকে এমনটাই বলেছেন ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী বিমানবালা তামিমা সুলতানা তাম্মী। সোমবার (২০ ডিসেম্বর) নাসিরের সাথে তার বিয়ে নিয়ে এক মামলার শুনানিতে এ কথা বলেন তামিমা।
শুনানিতে তামিমা দাবি করেছেন, তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা। তার গর্ভে থাকা সন্তান নাসির হোসেনের ঔরসজাত সন্তান। তামিমা শঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘আজ যদি এই বিয়ের বৈধতা না দেয়া হয়,
তাহলে আমার অনাগত সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন উঠবে। এই নিষ্পাপ শিশু পৃথিবীর আলো দেখার পর তার দিকে সমাজ আঙুল তুলবে।’ তামিমা তার অন্তঃসত্ত্বার প্রমাণ হিসেবে কিছু মেডিকেল রিপোর্টের কাগজপত্র
আদালতে উপস্থাপন করেন। তবে আদালত এ বিষয়ে কোনো প্রমাণ দেখতে বা শুনতে রাজি হয়নি।শুনানি শেষে ঢাকার অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট তোফাজ্জলহোসেন তাদের দুজনের জামিন মঞ্জুর করে আদেশ দেন।
তামিমার সাবেক স্বামী রাকিব হাসান এ মামলাটি করেছেন।এর আগে এ মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) অভিযোগপত্র দিলে ক্রিকেটার নাসির হোসেন, তার স্ত্রী তামিমা সুলতানা ও তামিমার মা সুমি আক্তারকে আদালতে