বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সংকট করোনাভাইরাস। এই সংকটকাল সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মোকাবেলা প্রয়োজন। সকলের নিজস্ব অবস্থান, ভাবনা এবং করণীয় তুলে ধরতেই স্বাস্থ্যটিভির বিশেষ আয়োজন “করোনা সংকট: ভাবনা ও করণীয়”।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রথম রানার আপখ্যাত মডেল ও চিকিৎসক ডা. ফাতিহা খুলদ মিয়ামি এর সঞ্চালনায় আলোচনায় অংশ নিবেন
বিশিষ্ট প্লাস্টিক সার্জন ডা. শরমিন আক্তার সুমি। তিনি সহকারী অধ্যাপক, বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগ
শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি।
এবং বিশিষ্ট মডেল, অভিনেতা ও স্টাইলিস্ট মুনিম এহসান।
সংযুক্ত থাকুন আজ রাত ১০টায়। @https://www.facebook.com/Shastho.TV/
#করোনাভাইরাস #করোনা_সংকট