ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ইনভেস্টমেন্ট কাজ শুরুর এক বছরের মধ্যে তিনটি বন্ডের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্চেন্ট ব্যাংকটি এ তিন বন্ড পুরোপুরি বিক্রি হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে।
একই সঙ্গে বিভিন্ন ব্যাংক ও এনবিএফবআই এর পারপেচুয়াল বন্ড, সাবওর্ডিনেট বন্ড ও জিরো কুপন বন্ডের ইস্যু ম্যানেজার ও অ্যারেঞ্জার হিসেবে নিয়োগ পেয়েছে প্রতিষ্ঠানটি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইতোমধ্যে যে তিনটি মুদারাবা বন্ডের ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে ইউসিবি ইনভেস্টমেন্ট, সেগুলোর মধ্যে আল আরাফাহ মুদারাবা পার্পেচুয়াল বন্ড নতুন বিধিমালার অধীনে অনুমোদন পাওয়া প্রথম বন্ড।
এছাড়া আছে ইসলামী ব্যাংক দ্বিতীয় মুদারাবা পার্পেচুয়াল বন্ড ও শাহজালাল ইসলামী ব্যাংক মুদারাবা পারপেচুয়াল বন্ড।
ইসলামী ব্যাংকের বন্ডটি এখন পর্যন্ত দেশের ব্যাংকগুলোর ইস্যু করা বন্ডগুলোর মধ্যে সবচেয়ে বড়।
ইউসিবি ইনভেস্টমেন্ট ২০২০ সালে যাত্রা শুরু করে। এটির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীর।
সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটির দাবি, “প্রতিষ্ঠার এক বছরের মধ্যে প্রতিষ্ঠানটি অসাধারণ অগ্রগতি অর্জন করতে সক্ষম হয়েছে।”