বদলি করা হয়েছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পাঁচ কর্মকর্তাকে। রবিবার ২২ সেপ্টেম্বর বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এ আদেশ জারি করে।
ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আমিরুল ইসলাম এনডিসি সাক্ষরিত আদেশে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এসব কর্মকর্তাগনকে তাদের নামের পাশে বর্নিত কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হয়।
এর মধ্যে নানা বিতর্কে খবরের শিরোনামে আসা উপ পরিচালক আতিকুল ইসলাম কে প্রধান কার্যালয় থেকে কালিয়াকৈর গাজিপুর হাইটেক পার্কে, উপ পরিচালক মোঃ মাহফুজুল কবির কে প্রধান কার্যালয় থেকে রাজশাহী হাইটেক পার্কে, জনসংযোগ কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া কে প্রধান কার্যালয় থেকে সিলেট হাইটেক পার্কে বদলি করা হয়।
এছাড়াও মোঃ শফিক উদ্দিন ভুঁইয়া কে উপ পরিচালক (পরিকল্পনা) অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়।
উপ সহকারী প্রকোশলী (সিভিল) মোঃ ইমাম মেহেদী কে রাজশাহী হাইটেক পার্ক থেকে প্রধান কার্যালয়ের অনুবিভাগে বদলি করা হয়েছে।
উল্লখ্য, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ সারা দেশে ৯২টি হাই-টেক পার্ক, সফটওয়্যার পার্ক ও ইনকিউবেশন সেন্টার স্থাপন করছে। এর মধ্যে ১৮টি পার্কে ব্যবসায়িক কার্যক্রম চলমান।