বাংলাদেশের উদ্যোক্তা বিষয়ক ব্যতিক্রমী অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম “নিজের বলার মতো একটা গল্প” ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ উদ্যোক্তা মহাসম্মেলন।
৬৪ জেলা ও ১৮ টি দেশ থেকে ২০০০ তরুণ উদ্যোক্তার অংশগ্রহণে আগামী ৪ই মে রাজধানীর কেআইবি অডিটোরিয়ানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ আয়োজন। একই সঙ্গে চলবে “৬৪ জেলার বিখ্যাত খাবার ও পণ্য মেলা”।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এবং বিশেষ অতিথি থাকবেন সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন।
“নিজের বলার মতো একটা গল্প” উদ্যোক্তা হবার যাবতীয় প্রশিক্ষন, দক্ষতা ও মূল্যবোধ সংক্রান্ত অনলাইন কর্মশালার প্লাটফর্ম – উদ্যোক্তা তৈরির কারখানা। এটা বাংলাদেশের একমাত্র প্লাটফর্ম যেখানে প্রতি দিন বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হয়।
বাংলাদেশের ৬৪ জেলা, ৪৯২ টি উপজেলা ও ৫০টি দেশের প্রবাসী বাংলাদেশী সহ মোট সাড়ে ১২ লাখের বেশী তরুণ-তরুণীদেরকে ২৬টি ব্যাচের মাধ্যমে টানা ৯০ দিন করে বিনামূল্যে অর্থাৎ কোন ফি ছাড়া উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে এই প্লাটফর্ম থেকে। প্রতি সপ্তাহে সারা দেশে ও বিদেশে প্রায় ৪৯০০ মিটআপের মধ্য দিয়ে চলছে অনলাইন/অফলাইন কার্যক্রমও।
“চাকরী করবো না চাকরী দেব” এই ব্রত সামনে রেখে গত ২৩০০ দিন ধরে একদিনের জন্যও আমাদের এই প্রশিক্ষন কর্মশালা” বন্ধ ছিল না। এটা সারা বিশ্বে একটি ইতিহাস – এত লম্বা এবং টানা ৯০ দিন এবং টানা ২৩০০ দিন কোন প্রশিক্ষণ কর্মশালা পৃথিবীতে কেউ কোনদিন করেনি। ইতিমধ্যে এই প্লাটফর্ম থেকে আমাদের লক্ষাধিক উদ্যোক্তা হয়েছেন এবং গত সাড়ে ৬ বছরে বদলে গেছে এই ১২,৫০,০০০ তরুণ-তরুণীদের জীবন, এখন যারা এক একজন দক্ষ,পজিটিভ ও ভালোমানুষ।
৯০ দিন ধরে শেখা, পার্টনার পাবার সুযোগ, ব্যবসা করা, কেনাবেচার সুযোগ, ভলান্টিয়ারিং, সামাজিক কাজ এবং ভালোমানুষি চর্চা সব একসাথে সুযোগ রয়েছে এই অনলাইন প্লাটফর্মে। আমাদের লক্ষ্য আগামী ৩ বছরের মধ্যে ১০ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করা অন্তত ৩০০,০০০ উদ্যোক্তা হওয়ার মধ্য দিয়ে।