ঢাকাই সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম। দেশের সীমানা পেরিয়ে ভারতীয় বাংলা সিনেমায়ও অভিনয় করেছেন। সেখানেও প্রশংসিত হয়েছেন। শুটিংয়ে মাস খানেকের বিরতি নিয়ে ফের বিজ্ঞাপন দিয়ে কাজে ফিরলেন এ নায়িকা। বর্তমান ব্যস্ততা ও নতুন সিনেমা প্রসঙ্গে কথা বলেছেন তিনি।
* বর্তমান ব্যস্ততা কী নিয়ে?
** একাধিক বিজ্ঞাপনে কাজ করেছি। শিগগিরই সেগুলো প্রচারে আসবে। মাঝে একটু কাজের বাইরে ছিলাম, পারিবারিক ব্যস্ততা ছিল। আমার মা অসুস্থ থাকায় দেশের বাইরেও আমাকে দৌড়াদৌড়ি করতে হয়েছে। সব মিলিয়ে শুটিং সেভাবে করা হয়নি। এখন আবারও কাজ নিয়ে কথা চলছে।
* নতুন সিনেমা বা ওয়েব সিরিজের কাজে যুক্ত হয়েছেন?
** সিনেমা নিয়েই তো আমার সব ভাবনা। এটা তো অবশ্যই করব। নতুন সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে আলোচনা চলছে। দেখা যাক কী হয়। নতুন কিছু কাজের প্রস্তাব পাচ্ছি। গল্প, চরিত্র মনের মতো হলেই যুক্ত হব। এখনো সেভাবে কোনো কিছুই ফাইনাল হয়নি। তাই বলতে পারছি না। তবে এতদিন তো দেশের পরিস্থিতি খুব একটা স্থিতিশীল ছিল না, তাই কাজের খবর প্রকাশ করা যায়নি। এখন সবকিছুই স্বাভাবিক হচ্ছে। আশাকরি নতুন কাজের ঘোষণা আসবে শিগগিরই।
* শাকিব খানের সঙ্গে মাসখানেক আগে একমঞ্চে আপনাকে দেখা গিয়েছে। নতুন সিনেমা নিয়ে কোনো কথা হয়েছে?
** না, না। এমনিতেই শুভেচ্ছা বিনিময় হয়েছে। সিনেমা নিয়ে আমাদের মধ্যে কোনো আলাপ আলোচনা হয়নি।
* দেশের পট-পরিবর্তনের পরপরই শুটিংয়ে অংশ নিলেন। পরিবেশ কেমন মনে হচ্ছে?
** বিজ্ঞাপনের কাজ দিয়ে শুরু করলাম, তাছাড়া আমি ইনডোর শুটিং করেছি। তাই সেভাবে বুঝিনি পরিবেশ কেমন। এফডিসি ও পার্কে শুটিং করেছি, বাইরের লোক তেমন ছিল না। বাড়তি কোনো ঝামেলাও মনে হয়নি। তবে এখন তো পরিস্থিতি আরও ভালোর দিকে যাচ্ছে। অনেকেই শুটিং করছেন। নাটকের শুটিংও শুরু হয়েছে। সবকিছু খুব দ্রুত স্বাভাবিক হয়ে যাবে বলে আমি মনে করি।
* আপনার অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার খবর কী?
** শহিদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবন নিয়ে নির্মিত ‘দিগন্তে ফুলের আগুন’ নামে একটি সিনেমার জন্য অপেক্ষা করছি। এটি পরিচালনা করেছেন ওয়াহিদ তারেক। আমি এ সিনেমায় পান্না কায়সারের চরিত্রে অভিনয় করেছি। সিনেমাটিতে আমার অংশের পুরো কাজ অনেক আগেই শেষ হয়েছে।
* সিনেমাটি নিয়ে প্রত্যাশা কতটুকু?
** অনেক বেশি আশাবাদী। সুন্দর একটি গল্প। বাংলাদেশের খ্যাতিমান শহিদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবন থেকে নেওয়া গল্প। সব মিলিয়ে খুব করে মন ছুঁয়ে যাবে গল্পটি। এজন্যই প্রত্যাশা অনেক বেশি। শুটিং হওয়ার পর পরিচালক বলেছেন, কাজটি ভালো হয়েছে। আমার অভিনয়ের প্রশংসাও করেছেন।
* নাটকে অভিনয় নিয়ে কোনো পরিকল্পনা আছে?
** আপাতত তেমন কোনো পরিকল্পনা নেই। একেবারেই যে নাটক করব না, ব্যাপারটা এমনও নয়। আমি শুধু কাজ করা একটু কমিয়ে দিয়েছি। কারণ সেরকম ভালো কিছু হচ্ছে না বলেই আমার এ দূরত্ব নাটক থেকে। যদি ভালো গল্প ও ভালো বাজেটের কোনো নাটকের প্রস্তাব আসে তাহলে চিন্তা করে দেখব।
* ক্যারিয়ারের এ সময়ে এসে কী ধরনের স্বপ্ন দেখেন?
** সবসময়ই চেয়েছি ভালো কাজের সঙ্গে থাকতে। এখনো তাই চাই। এমন কিছু কাজ করতে চাই যার জন্য দর্শকরা বহু বছর মনে রাখবেন। তাদের ভালোবাসায় অনেকগুলো বছর শোবিজে কাটিয়ে দিলাম। এভাবেই বাকি পথ চলতে চাই।