শুরু হয়েছে দুর্গাপূজা। এ পূজা ঘিরে সেজে উঠেছে মায়ানগরীও। আর মুম্বাইয়ের দুর্গাপূজা মানেই মুখার্জিদের পূজা। সেই পূজার মধ্যমণি হয়ে থাকেন বাড়ির দুই বোন কাজল ও রানি মুখার্জি। সব কাজ ফেলে তারা হাজির হন মায়ের আরাধনায়। ষষ্ঠীর দিনে ধরা পড়ল সেই ছবি।
মুম্বাইয়ের দুর্গাপূজা বলতে প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে নর্থ বম্বের সর্বজনীন দুর্গাপূজা, যা মূলত মুখার্জিদের পূজা নামেই পরিচিত। এই বছর বড় বদল এসেছে এই পূজায়। বদলেছে নর্থ বম্বে সার্বজনীনের ঠিকানা, শুধু বদলায়নি দুই বোনের ভালোবাসা। ষষ্ঠীর দিন মায়ের আর্শীবাদ নিতেই হাজির হন তারা।
জুহুর স্বনামধন্য ‘টিউলিপ স্টার হোটেল’-এ আয়োজন করা হতো পূজার। এবার ভেন্যু বদলেছে। জুহুর ‘এসএনডিটি উইমেন্স ইউনিভার্সিটি’র সামনে তৈরি হয়েছে পূজামণ্ডপ।
ষষ্ঠীর দিন সন্ধ্যায় সেখানেই হাজির বলিউড অভিনেত্রী কাজল ও রানি মুখার্জি। টিনা ও অঞ্জলিকে একফ্রেমে দেখে জিয়া নস্ট্যাল ভক্তদের। কাজলের টিপ ঠিক করে দিলেন রানি, এরপর চলল দুই বোনের খোশগল্প।
এদিন লাল পাড় নীল পিওর সিল্কে ধরা দলেন অভিনেত্রী রানি। সঙ্গে ছিমছাম জুয়েলারি। সাবেকি সাজে মর্ডান চাট রাখলেন প্রযোজক আদিত্য ঘরণী। অন্যদিকে কাজলকে দেখা গেল ঘরোয়া লুকে। কমলা রঙা শাড়িতে ফ্রেমবন্দি নায়িকা।