ত্বকের যত্নের প্রয়োজন যে কোনো ঋতুতেই। তবে শীতের রুক্ষতা আর মলিনতা তা নিয়ে ভাবিয়ে তোলে আগেভাগেই। ত্বকের যত্নে আমরা প্রতিদিন কত কিছুই না ব্যবহার করি। সানস্ক্রিন থেকে শুরু করে, লোশন কিংবা ক্রিমসহ আরও কত কি। তবে সবচেয়ে বড় ভুল করে থাকি মূলত মেকআপ ব্যবহারের ক্ষেত্রে। সব ঋতুতে ত্বকের যত্ন যেমন সমান হয় না তেমনি মেকআপের বেলাতেও সব ঋতুতেই একই ধরনের মেকআপ ত্বকের জন্য উপকারেও আসে না।
বাইরে বের হতে গেলেই হালকা মেকআপ হলেও ত্বকে অ্যাপ্লাই করা হয় ভিন্ন থেকে ভিন্ন প্রসাধনী। ত্বকের ধরন, সময় এবং অনুষ্ঠানের আয়োজন বুঝে ঠিক যেমন আমরা আমাদের লুকে পরিবর্তন আনি ঠিক তেমন ভাবেই শীত কিংবা গ্রীষ্মের কথা মাথায় রেখেই মেকআপের ক্ষেত্রেও আনতে হয় পরিবর্তন।
এতে ত্বকের ডিহাইড্রেশন কমে আসে। ত্বকের অতিরিক্ত ঘাম এ মেকআপ লুকের অন্যতম কারণ। আর এ ঘাম থেকেই র্যাশ আর র্যাশ থেকে ব্রণ, কালচে দাগ মুখে থেকে যায় দীর্ঘ থেকে দীর্ঘ সময় পর্যন্ত। অনেক সময় লোমকূপে এ মেকআপ দীর্ঘ সময় থাকার ফলে ব্ল্যাক হেডসে রূপ নেয়। তাই ত্বকের যত্ন বলতে কেবল নিয়ম করে প্রসাধনী অ্যাপ্লাই করাই না, বরং সঠিক সময়ে সঠিক মেকআপ ব্যবহার সবচেয়ে জরুরি।
ঋতুচক্রের এ সময় শীত আসার আগাম বার্তা পৌঁছে গেলেও দেখা মিলেনি শীতের। তবে গরমের ভাব কমে এসেছে অনেকখানি। এতে মেকআপ বেছে নিতে কিছুটা হলেও মিলছে স্বস্তি। তবে খুব ভারি মেকআপ অ্যাপ্লাই এখন না করাই ভালো। গরম কমে এলেও ঘামের কারণে ত্বক পানিশূন্য হয়ে পড়ছে। যার ফলে ত্বককে হাইড্রেড করা প্রয়োজন সবার আগে। এখন ভারি মেকআপ ব্যবহার করলে উলটো আরও ঘাম আর তার থেকে নানা সমস্যার সৃষ্টি হতেই পারে। তবে হালকা মেকআপ আপনি এখন দিনের দিকটাতে অ্যাপ্লাই করতে পারছেন। তবে লক্ষ্যে রাখুন, যাতে অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করা হয়। এ সময়ের রোদ ত্বকের জন্য বেশ ক্ষতিকর। তাই মেকআপ লুক সেট করার আগে সেরে নিন এ কাজটি।
রাতের দিকে আবার ঠান্ডা পড়তে শুরু করেছে। তাই আপনার পার্টি যদি হয় রাতে তবে মেকআপ শুরুর আগে ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করে নিন। ময়েশ্চারাইজার ত্বকের ধরন বুঝে অ্যাপ্লাই করুন। রুক্ষ ত্বককে লক করতে ওয়েলি ময়েশ্চারাইজার আর তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে ওয়েল ফ্রি ময়েশ্চারাইজার বেছে নিন। তবে আপনি যদি অল্প সময়ে হালকা মেকআপ লুক ক্রিয়েট করতে চান তবে বিবি ক্রিম পেয়ে যাবেন হাতের কাছেই। ত্বকের শেড বুঝে বিবি ক্রিম অ্যাপ্লাই করবেন এ ক্ষেত্রে। অন্যদিকে অনেকেই ভারি মেকআপে নিজেকে সাজিয়ে তোলার প্ল্যান করছেন। এ ক্ষেত্রে রাতের পার্টিতে বা আয়োজনে ভারি মেকআপ এখন থেকেই করতে পারেন। তবে ভারি মেকআপের তালিকায় ক্রিম কমপ্যাক্ট পাউডার অবশ্যই রাখুন। এতে ওয়েল ব্যালেন্স হবে ত্বকে। খুব বেশি রুক্ষ ত্বকের ক্ষেত্রে ড্রাইনেস রিমুভ করতে এ কমপ্যাক্টটি খুবই কার্যকর। মূলত ত্বক রুক্ষতায় সুরক্ষা দেওয়াই এর কাজ। লিপস্টিকের ক্ষেত্রে ম্যাট লিপস্টিক বর্তমানে তরুণীদের পছন্দের শীর্ষে। শীতে ঠোঁট ফাটা খুবই স্বাভাবিক বিষয়।
তবে ফাটা ঠোঁটে লিপস্টিক অ্যাপ্লাই করলে তা দেখতে মোটেই স্বাভাবিক না। আপনার পুরো মেকআপ লুক নষ্ট করতে এ একটি মেকআপ আইটেমই যথেষ্ট। তাই লিপস্টিক অ্যাপ্লাইয়ের আগে ঠোঁটে লিপবাম অ্যাপ্লাই করুন। এতে ঠোঁট ফাটবে না আর আপনি নিশ্চিন্তে ম্যাট লিপস্টিক ব্যবহার করতে পারবেন।
আপনার ত্বকের সুরক্ষায় মেকআপ অনেকাংশে জড়িত। তাই ভালো ব্র্যান্ডের মেকআপ ব্যবহার করুন। বাইরের ভালো ব্র্যান্ড ব্যবহার করুন। এ তালিকায় দেশীয় বেশ কিছু ব্র্যান্ড এগিয়ে আছে। মেকআপ ব্যবহার কিংবা কেনার আগে এক্সপায়রি ডেট দেখে নিন। আপনার ত্বকের টোন বুঝে মেকআপ কিনুন। দীর্ঘদিন ধরে যে মেকআপগুলো ব্যবহার করছেন না তা ভুলেও ত্বকে অ্যাপ্লাই করবেন না।
এতে ত্বক বার্ন হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। শুধু মেকআপই না, মেকআপ ব্যবহারের সরঞ্জাম যেমন-ব্রাশ ভালো করে পরিষ্কার করে তার পরেই ব্যবহার করুন। ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে টুকিটাকি এ সরঞ্জামগুলোতেও পরিবর্তন আনুন। এতে করে আপনার ত্বক সুরক্ষিত থাকবে। শীত, বর্ষা কিংবা গরমেও মেকআপ লুক থাকবে পারফেক্ট।