বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা শিক্ষার্থীদের ২৫টি বাস মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় পৌঁছালে সাইড দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।
পরিবহণ শ্রমিক ও স্থানীয় কিছু সন্ত্রাসীরা গাড়িবহরে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে। শিক্ষার্থীরা প্রতিরোধ গড়লে ঘটনাস্থল রণক্ষেত্রে পরিণত হয়। এক ঘণ্টার এই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে শিক্ষার্থীদের অভিযোগ, হামলার সময় স্থানীয় পুলিশ নীরব ভূমিকায় ছিল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা সমন্বয়ক জহুরুল তানভীর জানান, “আমাদের শান্তিপূর্ণ যাত্রায় পরিকল্পিত হামলা হয়েছে। ফ্যাসিবাদী সরকারের দোসররা এ আক্রমণ চালিয়েছে।” অন্য সমন্বয়ক মিনহাজুল আবেদীন বলেন, “এই হামলার বিচার দ্রুত করতে হবে, না হলে শিক্ষার্থীরা নিজেরাই জড়িতদের খুঁজে বের করবে।”
মোল্লাহাট থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “পরিবহণ শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের বাগবিতণ্ডা থেকে সংঘর্ষ হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
এই হামলা নিয়ে শিক্ষার্থীরা দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।