ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে দীর্ঘ ১৩ বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত হলো ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টায় শুরু হওয়া এই সম্মেলনে সারা দেশ থেকে ছাত্রশিবিরের সদস্যরা অংশ নেন।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি বলেন, “চব্বিশের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শিবিরের ভূমিকা ছিল কার্যকর। শিবিরের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। তাদের ট্যাগ লাগানোর দিন শেষ। সত্য প্রকাশের সময় এসেছে।”
সারজিস আলম আরও বলেন, “শিবিরকে সব মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে। ফ্যাসিবাদ যাতে দেশে আর ফিরে না আসে, সে বিষয়ে শিবিরকে উদ্যোগী ভূমিকা রাখতে হবে।”
সম্মেলনে শিবিরের সম্ভাবনা ও ভূমিকা নিয়ে আলোচনা হয়। এছাড়া, কেন্দ্রীয় নেতাদের নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হয়। আয়োজনে ছাত্রশিবিরকে একটি সুশৃঙ্খল সংগঠন হিসেবে উপস্থাপন করা হয়।
উল্লেখ্য, ইসলামী ছাত্রশিবিরকে কেন্দ্র করে দেশে নানা বিতর্ক থাকলেও এবারের সম্মেলনে তাদের সুশৃঙ্খল ও সংগঠিত রূপ ফুটে ওঠে।