আজ রোববার (১৯ জানুয়ারি) বিকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন (দ্য কমিশন অব এনকোয়ারি অন এনফোর্সড ডিসাপিয়ারেন্স)। বৈঠকে গুমের ঘটনায় চলমান তদন্তের অগ্রগতি নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন কমিশনের সদস্যরা।
বৈঠকে কমিশনের সদস্যরা ‘জয়েন্ট ইন্টারোগেশন সেল’, যা সাধারণ মানুষের কাছে ‘আয়নাঘর’ নামে পরিচিত, তা পরিদর্শনের অনুরোধ জানান। তাদের মতে, প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তির পরিবার ও স্বজনরা আশ্বস্ত ও সাহসী হয়ে উঠবেন।
কমিশন বৈঠকে গুমের কয়েকটি নৃশংস ঘটনার বিবরণ দেন, যা মানবিক বিবেচনায় অত্যন্ত বেদনাদায়ক। এমনকি মাত্র ছয় বছর বয়সী শিশুর গুম হওয়ার ঘটনাও কমিশনের তদন্তে উঠে এসেছে বলে জানানো হয়।
প্রধান উপদেষ্টা তাদের কথায় গভীর মর্মাহত হয়ে বলেন, “আপনাদের তদন্তে যে ঘটনাগুলো উঠে এসেছে তা গা শিউরে ওঠার মতো। এসব ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনতে যা যা করা প্রয়োজন, তা করতে হবে।”
তিনি আরও জানান, তিনি শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাবেন এবং গুমের শিকারদের পরিবারদের সঙ্গে কথা বলবেন। প্রধান উপদেষ্টার এ আশ্বাস গুম তদন্ত প্রক্রিয়াকে গতিশীল করবে বলে প্রত্যাশা করেছেন কমিশনের সদস্যরা।