ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) সার্ভিস কোয়ালিটি ডিপার্টমেন্ট গত ১১ মে ২০২২ তারিখে ইউসিবি’র কর্পোরেট অফিসে দেশের বিভিন্ন শাখায় সর্বোত্তম গ্রাহক পরিষেবা প্রদানকারী শাখা ব্যবস্থাপকবৃন্দের স্বীকৃতিস্বরুপ সার্ভিস এক্সিলেন্স এ্যাওয়ার্ড ২০২১ এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে সার্ভিস এক্সিলেন্স এ্যাওয়ার্ড তুলে দেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব আরিফ কাদরী । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ফরিদুল ইসলাম; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব নাবিল মুস্তাফিজুর রহমান; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল আলম ফেরদৌস; উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এন. মোস্তফা তারেক; উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন; উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান; উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ শাহ আলম ভূঁইয়া; উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ খোরশেদ আলম; উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব জনাব এটিএম তাহমিদুজ্জামান এফসিএস এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ইম্পেরিয়াল ব্যাংকিং ডিভিশন ও সার্ভিস কোয়ালিটি বিভাগের প্রধান জনাব মোহাম্মদ শফিকুর রহমানসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।