রাঙ্গামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রের সব রিসোর্ট-কটেজ পাঁচ দিন বন্ধ থাকছে। এর জন্য ‘অনিবার্য’ কারণ দেখিয়েছে সাজেক কটেজ মালিক সমিতি। তবে প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি মাসের তৃতীয় সপ্তাহে ওই এলাকা সফর করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
গতকাল সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সাজেক কটেজ মালিক সমিতির অফিসিয়াল ফেসবুক পেজে ‘অনিবার্য’ কারণে উল্লেখ করে জানানো হয়েছে, আগামী ১৮ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিন সাজেকের সব কটেজ, রিসোর্ট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। বুকিং দেয়া পর্যটকদের বুকিং ও ভ্রমণ রিসিডিউল করার আহবান জানানো হয়েছে।
এদিকে রাঙ্গামাটি জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, আগামী ২০ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাজেকে অবকাশ যাপন করবেন। এ উপলক্ষে সব ধরনের নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ নেয়া হয়েছে।