“চাকরি করবো না চাকরি দিব” এই স্লোগান ধারন করে প্রতিষ্ঠার ছয় বছর পেরিয়ে সপ্তম বছরে পদার্পন করল উদ্যক্তা তৈরির ডিজিটাল প্লাটফর্ম নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশান (এনবিএমইজিএফ)। ০১ জানুয়ারি ২০২৪ সোমবার নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে নিজের বলার মত একটা গল্পের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।
এদিন ধানমন্ডি জোনের উদ্যগে কেক কেটে ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকি ও ৯০০,০০০ তারুণ্যের পরিবারের মাইলফলক উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশানের প্রতিষ্ঠাতা মেন্টর ইকবাল বাহার জাহিদ। বিশেষ অথিতি ছিলেন, পুলিশ সুপার নাজমুল ইসলাম।
২০১৮ সালে যাত্রা শুরু করা ফেসবুকভিত্তিক কমিউনিটি গ্রুপটি বর্তমানে রূপ নিয়েছে উদ্যক্তা তৈরির সেরা প্রশিক্ষণ প্লাটফর্মে। মাত্র ৬ বছরে প্রতিষ্ঠানটি থেকে প্রশিক্ষণ নিয়েছেন প্রায় সাড়ে সাত লাখ মানুষ।
১৯ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন প্রযুক্তি উদ্যোক্তা ইকবাল বাহার। যিনি শুরু থেকে এখন পর্যন্ত প্রতিদিন উদ্যোক্তা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছেন। যা সম্পূর্ন বিনামূল্যে। এনবিএমইজির প্লাটফর্মে উদ্যোক্তা বিষয়ক ১৬টি বিষয়ে স্কিলস শেখানো, মূল্যবোধ, লিডারশিপ ও ভলান্টিয়ারিং চর্চাসহ বিভিন্ন অনুপ্রেরণা দেয়া হয়।
“নিজের বলার মত গল্প” ফাউন্ডেশনে প্রশিক্ষণ নিয়ে ইতিমধ্যে বদলে গেছে লাখো তরুণ-তরুণীর জীবন।
টানা ১ হাজার দিনের অনলাইন প্রশিক্ষণের আয়োজন করে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস, যুক্তরাজ্যে একটি ইতিহাস সৃস্টি করেছে প্লাটফর্মটির প্রতিষ্ঠাতা ইকবাল বাহার। বর্তমানে সেই রেকর্ড ২১শত প্লাস দিনে।
ইকবাল বাহার বলেন, ” দেশের তরুণদের কর্মদক্ষতা বাড়িয়ে তাদের ক্ষমতায়ন করা আমাদের সামাজিক দায়িত্ব। এইভাবে, আমরা আমাদের অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছি যেখানে বর্তমানে ৯ লাখ তরুন সংযুক্ত, যার মধ্যে প্রায় ৩০ শতাংশ নারী। নিজের বলার মত গল্প ফেসবুক গ্রুপটি মার্কেটপ্লেসে রুপ নিয়েছে। যেখানে সদস্যরা কোনো বিপণন খরচ ছাড়াই লক্ষ লক্ষ পণ্য প্রদর্শন ও বিক্রি করছে। আমাদের প্ল্যাটফর্মগুলি তাদের বিশাল নেটওয়ার্কিং সুযোগ দেয় এবং সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করে।” আমারা পূর্বের ন্যায় আমাদের ফাউন্ডেশানের মহা সম্মেলনে এই দিনটি বড় পরিসরে উদযাপন করব বলেও জানান জনাব জাহিদ।