‘সেরা পণ্যে সেরা অফার’ শীর্ষক স্লোগানে সারা দেশে শুরু হলো ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০। প্রতিবারের মতো ক্যাম্পেইনের এ সিজনেও ক্রেতাদের জন্য থাকছে বিশেষ চমক। সিজন-২০-এ ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশনার বা এসি, ওয়াশিং মেশিন ও ফ্যানের ক্রেতাদের জন্য ‘ননস্টপ মিলিয়নেয়ার’ শীর্ষক সুবিধা ঘোষণা করেছে বাংলাদেশের ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটন। গতকাল দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। এ সিজনের উদ্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি।
আয়োজকরা জানান, ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে এর আগেও ওয়ালটনের পণ্য ক্রয় করে মিলিয়নেয়ার হয়েছিলেন ৩০ জন। আগামী ঈদকে সামনে রেখে এ অফার দেয়া হচ্ছে। সিজন-২০ চলাকালীন দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্লাটফর্ম ‘ই- প্লাজা’ থেকে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন এবং নির্দিষ্ট মডেলের ফ্যান কিনে আবারো মিলিয়নেয়ার হওয়ার সুযোগ পাবেন ক্রেতারা। এছাড়া কোটি কোটি টাকার উপহার দেবে কোম্পানিটি। চলতি বছরের ১ মার্চ থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত মিলিয়নেয়ার হওয়ার এ সুযোগ পাবেন ক্রেতারা।
এ সিজনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকবেন চিত্রনায়িকা পরীমনি। অনুষ্ঠানে তিনি বলেন, ওয়ালটন পণ্য এখন আমাদের সবার ঘরে ঘরে। আমার ঘরেও আছে ওয়ালটন ফ্রিজসহ নানান পণ্য। দেশের সীমানা ছাড়িয়ে ওয়ালটন পণ্য এখন রফতানি হচ্ছে ৪০টিরও বেশি দেশে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। অনুষ্ঠানে জানানো হয়, ওয়ালটন থেকে পণ্য কেনার পর পণ্যটির ডিজিটাল রেজিস্ট্রেশন করা হবে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড সিস্টেমে ওয়ালটনের কাছ থেকে ফিরতি এসএমএসের মাধ্যমে ক্রেতারা মিলিয়নেয়ার হওয়ার সুযোগ পাবেন। সংশ্লিষ্ট ওয়ালটন প্লাজা বা শোরুম ক্রেতাদের উপহার বুঝিয়ে দেবে। বিক্রয়োত্তর সেবা কার্যক্রমকে অনলাইন অটোমেশনের আওতায় আনতে ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ গড়ে তোলা হয়েছে। সেজন্য দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন পরিচালনা করছে। ক্যাম্পেইন চলাকালীন পণ্য কেনার পর ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাবেন গ্রাহক। অন্যদিকে সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারবেন।