আমানতকারীদের সুরক্ষা দিতে দুর্দশাগ্রস্ত পদ্মা ব্যাংক একীভূত হচ্ছে শরিয়া ভিত্তিতে পারিচালিত এক্সিম ব্যাংকের সঙ্গে।বৃহস্পতিবার এক্সিম ব্যাংকের পর্ষদ সভায় পদ্মা ব্যাংককে অধিগ্রহণের সিদ্ধান্ত হয়।
এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেন, “আমাদের পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে একীভূত করার। আগামী সোমবার এ বিষয়ে পদ্মা ব্যাংকের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।”
গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকে ওই চুক্তি স্বাক্ষরিত হবে। কীভাবে এই একীভূতকরণ সম্পন্ন হবে, তা বাংলাদেশ ব্যাংকের নীতিমালা মেনে দুই ব্যাংকের আইনজীবীরা ঠিক করবেন।
পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানাতে এক্সিম ব্যাংকের এমডি মোহাম্মদ ফিরোজ হোসেন বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে যান।
সেখান থেকে বের হয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, “আলোচনা চলছে। আজকে এ বিষয়ে মিটিং হবে। আশা করছি মিটিংয়ে সিদ্ধান্ত হয়ে যাবে। একীভূত হয়ে যাবে। মিটিংয়ের পরেই আপনারা জানতে পারবেন।”
একীভূত বা মার্জার হচ্ছে একটি প্রতিষ্ঠানের সঙ্গে আরেকটি প্রতিষ্ঠানকে যুক্ত করা। অর্থাৎ, দুটি কোম্পানি মিলে একটিতে পরিণত হওয়া। সাধারণত সমজাতীয় দুই কোম্পানি ব্যবসায়িক স্বার্থকে সামনে রেখে একীভূত হয়।
খেলাপি ঋণ এবং নানা কেলেঙ্কারিতে বছরের পর বছর ধরে দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে এক ডজনের বেশি ব্যাংক। এসব ব্যাংক এখন দেশের পুরো ব্যাংক খাতের জন্য সমস্যা হয়ে ওঠায় একীভূতকরণ বা মার্জারের বিষয়টি আর্থিক খাতের সংস্কারের আলোচনায় অগ্রাধিকার পাচ্ছে।
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক সমস্যাগ্রস্ত এসব ব্যাংককে অপেক্ষাকৃত ভালো ব্যাংকের সঙ্গে একীভূত (মার্জার) করতে চাইছে। সেজন্য একটি রোডম্যাপ ঠিক করার পাশাপাশি ব্যাংকগুলোকে এক বছর সময় দিয়ে ‘প্রম্পট কারেক্টিভ অ্যাকশন’ বা পিসিএ প্রক্রিয়ার মধ্যে দিয়ে নেওয়া হচ্ছে।
এ প্রক্রিয়ায় ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার, মূলধনের পর্যাপ্ততা, নগদ অর্থের প্রবাহ, ঝুঁকিভিত্তিক সম্পদের তথ্যকে প্রাধান্য দিয়ে আর্থিক স্বাস্থ্যের বিভিন্ন সূচক ঠিক করে দেওয়া হয়েছে।
সেই সূচকে কাঙ্ক্ষিত মানদণ্ডের নিচে থাকা ব্যাংকগুলোকে ‘দুর্বল’ শ্রেণিভুক্ত করছে বাংলাদেশ ব্যাংক। শুরুতে ১০টি ব্যাংককে এ তালিকায় আনা হয়েছে। দুর্বল ব্যাংক টেনে তোলার শেষ পদক্ষেপ হিসেবে অন্য ভালো ব্যাংকের সঙ্গে একীভূত করার বিষয়টি থাকছে, যাতে সরকারও সায় দিয়েছে।
ডুবতে থাকা ফারমার্স ব্যাংক মালিকানা এবং পরে নাম বদলে পদ্মা ব্যাংক হয় পাঁচ বছর আগে। এবার সেই পদ্মা ব্যাংক যে অন্য ব্যাংকের সঙ্গে একীভূত হতে যাচ্ছে, সে কথা গত ফেব্রুয়ারি মাসেই জাতীয় সংসদে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।