কারো জন্য কোন কিছু করার প্রতিদান হিসেবে ভালোবাসা, সম্মান, ধন্যবাদ, কৃতজ্ঞতা – এগুলো আপনি ভিক্ষা চাইতে পারেন না। নো এক্সপেকটএশন!
কারণ ইউ আর এ গিভার। দেয়ার জন্য আপনার জন্ম হয়েছে। যদি কোন প্রাপ্তি ঘটে, তা হল বোনাস। আশা করার দরকার নাই।
কারো কারো মনে হতে পারে ‘দিতে হলে’ তো অনেক টাকা পয়সা লাগে। টাকা পয়সা থাকলেই কি সবাই দিতে পারে? কিছু কিছু বিষয়ে গিভার হবার জন্য টাকা পয়সা লাগে না। যেমন ঃ
– কাউকে সম্মান দেয়া
– পরিবারের ভাই বোন আত্মীয় স্বজন ও সন্তানের জন্য শারীরিক ও মানসিক দায়িত্ব পালন করা
– মা-বাবার যত্ন করা
– প্রিয় মানুষকে ভালোবাসা
– মমতা দেয়া, মায়া ছড়িয়ে দেয়া
– মানুষ ও সমাজের জন্য কিছু করা
– জীবন গঠনে কাউকে বুদ্ধি পরামর্শ দেয়া
– ভলান্টিয়ারিং করা
এই রকম অনেক কিছু আছে জীবনে যা করার জন্য অনেক টাকা পয়সা লাগে না। দরকার ইচ্ছে ও পাশে থাকার মানসিকতা।
আপনার এই সব কিছু করার বিনিময়ে কোন কিছু পাবার বা প্রত্যাশা করার দরকার নেই। কারণ ইউ আর এ গিভার – আপনি এমনই! শুধু দিয়ে যেতে বা করে যেতে ভালোবাসেন।
বিনিময় প্রত্যাশা না থাকলে, কোন কষ্ট, দুঃখ নেই, না পাওয়ার বেদনা নেই। আছে সুখ ও খুশী! যদি কিছু পেয়েই যান – সেটা প্রত্যাশার বাইরে, বোনাস!
যে ‘গিভার’ তিনি সবার উপরে থাকেন, সবাইকে হারিয়ে দিয়ে জিতে যান তিনি।