ফিলিপাইনের অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচির জন্য ৬০ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি যেন একটি প্রতিযোগিতামূলক ও স্থিতিস্থাপন অর্থনীতিতে ফিরতে পারে, সেজন্যই এ ঋণ অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছে বৈশ্বিক ঋণদাতা প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
ঋণদাতা সংস্থাটি জানিয়েছে, দ্রুত এ ঋণ ছাড় করা হবে। দেশটিতে বিনিয়োগ বাড়াতে, ব্যবসার ক্ষেত্র প্রসারিত করতে ও ব্রডব্যান্ড সার্ভিসের উন্নয়নে এ ঋণ ব্যবহার করা হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নেও এ ঋণের অর্থ ব্যয় করবে ফিলিপাইন।
ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ডের জন্য নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ডিয়াম ডিওপ বলেন, উন্নয়নের পথে দীর্ঘদিনের বাধা দূর করতে এ ধরনের পদক্ষেপ দ্রুত কোনো সমাধান এনে দিতে পারবে না। কিন্তু কিছু কিছু খাতের পুনরুদ্ধারের জন্য ভূমিকা রাখবে। ব্রডব্যান্ড ও মোবাইল যোগাযোগ খাতে উন্নয়ন হলে এগুলোর সেবার আওতা বাড়বে। ফলে আগের চেয়ে অনেক বেশি মানুষকে সেবা দেয়া যাবে। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতেও অবদান রাখা সম্ভব হবে।
এ ঋণের ফলে দেশটির ব্যবসায়িক পরিবেশ উন্নত হবে, যা বিশেষত ছোট ও মাঝারি ব্যবসাগুলোর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।