জেফ বেজোসের মহাকাশ কোম্পানি ব্লু অরিজিন প্রথমবারের মতো সফলভাবে নিউ গ্লেন রকেট পৃথিবীর কক্ষপথে উৎক্ষেপণ করেছে। বৃহস্পতিবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে স্থানীয় সময় সকালে এই ঐতিহাসিক উৎক্ষেপণ ঘটে।
এর আগে, বরফ জমার কারণে নির্ধারিত সময়ে উৎক্ষেপণ বিলম্বিত হয়। উৎক্ষেপণের ১০ মিনিটের মধ্যে রকেটের সাফল্যে বেজোস ও তার কর্মীরা উল্লাসে মেতে ওঠেন। ব্লু অরিজিনের ‘ইন-স্পেস’ সিস্টেমের ভাইস প্রেসিডেন্ট আরিয়েন কর্নেল একে ‘গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পদক্ষেপ’ বলে মন্তব্য করেন।
রকেটটি ব্লু রিং পাথফাইন্ডার পেলোড বহন করে পৃথিবীর কক্ষপথের দিকে অগ্রসর হচ্ছে। বুস্টার অংশটি ভবিষ্যতের মিশনের জন্য পুনঃব্যবহারযোগ্য এবং উপরের অংশটি সমুদ্রে ধ্বংস হবে।
এই মাইলফলক অর্জনে প্রতিদ্বন্দ্বী স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক বেজোসকে অভিনন্দন জানান। নিউ গ্লেন রকেট ৩০ তলা ভবনের সমান উচ্চতা সম্পন্ন এবং আংশিক পুনঃব্যবহারযোগ্য। এটি স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের চেয়ে দ্বিগুণ শক্তিশালী।
দীর্ঘ এক দশকের উন্নয়ন যাত্রার ফল এই সাফল্য। বেজোস একে মহাকাশ অভিযানে নতুন যুগের সূচনা হিসেবে আখ্যা দিয়েছেন।